নাইটদের গ্রুপে দিল্লি, মুম্বই, নতুন ফরম্যাটে আইপিএল ২০২২

একইভাবে শ্রেয়স আইয়ারের কেকেআর দু’টি করে ম্যাচ খেলবে নিজেদের গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান ও লখনউয়ের বিরুদ্ধে।

Must read

মুম্বই, ২৫ ফেব্রুয়ারি : আইপিএল ২০২২ হবে এগারো বছর আগের ফরম্যাটে। সেবারের মতো এবারও অংশগ্রহণকারী দশটি দলকে পাঁচ দলের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচে মুখোমুখি হবে। আর অন্য গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে খেলতে হবে একটি করে ম্যাচ।

আরও পড়ুন-সহজ ম্যাচ কঠিন করে ফেলল বাংলা

আইপিএলের ‘এ’ গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।
নতুন ফরম্যাটে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২টি করে ম্যাচ খেলবে নিজের গ্রুপের (বি) সানরাইজার্স, আরসিবি, পাঞ্জাব ও গুজরাটের বিরুদ্ধে। এছাড়া ‘এ’ গ্রুপে থাকা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা খেলবে ২টি ম্যাচ। সিএসকে একটি করে ম্যাচ খেলবে ‘এ’ গ্রুপের বাকি চারটি দল কেকেআর, রাজস্থান, দিল্লি ও লখনউয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন-ধোনিকে দেখেই অনুপ্রাণিত রিচা

একইভাবে শ্রেয়স আইয়ারের কেকেআর দু’টি করে ম্যাচ খেলবে নিজেদের গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান ও লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে তার ক্রমতালিকায় থাকা হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চারটি দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ। প্রসঙ্গত, মুম্বইয়ে মোট চারটি ভেনুতে হবে গ্রুপ লিগের ৭০টি ম্যাচ। ২৬ মার্চ থেকে শুরু আইপিএল ১৫। ২৯ মে ফাইনাল।

Latest article