ধোনিকে দেখেই অনুপ্রাণিত রিচা

Must read

প্রতিবেদন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজের চতুর্থ ওয়ান ডে’তে মাত্র ২৬ বলে অর্ধশতরানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম তুলেছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। এই মহূর্তে ভারতীয় দলের মিডল অর্ডারে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এই বঙ্গতনয়া। জানিয়েছেন, তাঁর পাওয়ার হিটিংয়ের অনুপ্রেরণা আর কেউ নন, স্বয়ং মহেন্দ্র সিং ধোনি।

রিচা (Richa Ghosh) বলেছেন, ‘‘ছোটবেলা থেকেই আমি বাবাকে দেখেই বড় হয়েছি। বাবাই আমাকে প্র্যাকটিস করাতেন। বাবার আগ্রাসী ব্যাটিংয়ের প্রভাব আমার মধ্যে শুরু থেকেই ছিল। এর পর একটু বড় হয়ে যখন ভারতীয় দলের খেলা দেখি, তখন এমএস ধোনিকে অনুসরণ করতে শুরু করি। ধোনির পাওয়ার হিটিং দেখে আমি অনুপ্রাণিত হই। পাশাপাশি ওঁর উইকেটকিপিং দেখেও শেখার চেষ্টা করেছি। ধোনি আমার আদর্শ।’’

রিচার সাম্প্রতিক ব্যাটিং ফর্ম দেখে খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক মিতালি বলেছেন, ‘‘রিচা আমাদের ভবিষ্যৎ। আগামী দিনে ও একজন সত্যিকারের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে।’’

Latest article