মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ ও পদ সৃষ্টির সিদ্ধান্ত রাজ্যের

উত্তরবঙ্গ মেডিক্যালে ৪০ শয্যার সিসিইউ

Must read

প্রতিবেদন : বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে প্রচুর নতুন নিয়োগ ও পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য (West Bengal) সরকার। এদিন নতুন মোট ৪৯১টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মানোন্নয়নে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ৪০টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া জানান, রাজ্য (West Bengal) সরকার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। তাই সেখানে ক্রিটিক্যাল কেয়ারের উপযুক্ত কর্মী নিয়োগের পাশাপাশি দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি চিকিৎসক, ২০টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্ট-এর পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্বাস্থ্য দফতরে নতুন ২৯ জন হোমিওপ্যাথি মেডিক্যাল অফিসার নিয়োগের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ উপকৃত হবেন। অন্যদিকে ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭টি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলাস্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে। শ্মশানে মৃতদেহ সৎকারের সঙ্গে যুক্ত কর্মীদের নতুন নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে তাঁরা সৎকার কর্মী হিসাবে পরিচিত হবেন। কলকাতা পুরসভার অধীন বিভিন্ন শ্মশানে এরকম ৯ জন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্ত এদিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন- বিএসএফের অত্যাচারের প্রতিবাদে ময়দানে কৃষকেরা

Latest article