সংবাদদাতা, নদিয়া : অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি শাখায় দুটি নতুন কোর্সের পঠনপাঠন চালু করার অনুমোদন দিয়েছে। কোর্স দুটি হল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং ইনফরমেশন টেকনোলজিতে এমটেক। দুটি কোর্সেই ২০২২-’২৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। প্রথম কোর্সটির আসন সংখ্যা ৩০। এই কোর্সে পড়ুয়ারা ভর্তি হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার মাধ্যমে।
আরও পড়ুন-ছিঃ! বিজেপি, ছিঃ!
অন্যদিকে দ্বিতীয় কোর্সটির আসন সংখ্যা ১২। এই কোর্সে ভর্তির ক্ষেত্রে অন্যান্য এমটেক কোর্সের মতোই বিজ্ঞাপনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ভর্তি করা হবে। শুধু রাজ্যের ছাত্রছাত্রী নয়, অন্য রাজ্যের ছাত্রীছাত্রীরাও এই কোর্সগুলিতে ভর্তি হতে পারবে। নতুন অনুমোদিত দুটি কোর্সের পঠন-পাঠন চলবে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ম্যানেজমেন্ট অনুষদের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিজের অধীনে। পুরনো কোর্সগুলির সঙ্গে দুটি নতুন কোর্স যোগ হওয়ায় ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শাখায় পঠনপাঠনের সুযোগ বাড়ল। উপাচার্য মানসকুমার সান্যাল বলেন, এই দুটি কোর্সের অনুমোদন পাওয়ায় খুশি। আশা করছি কয়েক বছরের মধ্যেই আরও কয়েকটি কোর্সের অনুমোদন পাব। ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি তাতে পূরণ হবে।
আরও পড়ুন-আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর মহামিছিল, খুঁটিপুজো থেকে শামিলের ডাক
ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিজের বিভাগীয় প্রধান ড. শৃঙ্কা বসু জানান, দুটি নতুন কোর্সের অনুমোদন পাওয়ায় দায়িত্ব বেড়ে গেল। আশা করছি অচিরে এই কোর্সগুলিকে কেন্দ্র করে পৃথক পৃথক বিভাগ গঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিকর্তা ও লোকসংস্কৃতির বিভাগীয় প্রধান অধ্যাপক সুজয়কুমার মণ্ডল জানান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিচর্চায় দুটি নতুন পালক যুক্ত হল।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…