লস অ্যাঞ্জেলস, ২৭ মার্চ : দুইয়ে দুই করে আমেরিকা সফর শেষ করল আর্জেন্টিনা (Argentina)। দ্বিতীয় ম্যাচে তারা কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে।
চোটের জন্য আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসি খেলেননি। কিন্তু তার কোনও চাপ বিশ্ব চ্যাম্পিয়নদের খেলায় পড়েনি। লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলেসিয়ামে কোস্টারিকা অনেককে চমকে দিয়ে প্রথম গোল করেছিল। কিন্তু তারপর আর্জেন্টিনা তাদের উপর পরপর তিন গোল চাপিয়ে দিয়েছে।
আন্তর্জাতিক এই ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার হয়ে তিনটি গোল করেছেন অ্যাঞ্জেল ডি’মারিয়া, অ্যালেক্সিস ম্যাক্স অ্যালিস্টার ও লাওতারো মার্টিনেজ। খেলার ৩৪ মিনিটে কোস্টারিকার প্রথম গোলটি করেছিলেন আলভারো জামোরা। তবে ৫২ মিনিটে ১-১ করে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের গোল সেট পিস মুভমেন্ট থেকে। আর্জেন্টিনা ৭৭ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে।
আমেরিকা সফরের প্রথম ম্যাচে ফিলাডেলফিয়ায় এল সালভাডরের বিরুদ্ধে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে। দুই ম্যাচে লিওনেল স্কালোনির ছেলেরা ছ-গোল দিয়েছেন।