চিন সীমান্তে ১৪ দিন নিখোঁজ ২ জওয়ান

Must read

প্রতিবেদন: গত ১৪ দিন ধরে অরুণাচলে ভারত-চিন (India- China Border) সীমান্তে কর্তব্যরত দুই সেনা জওয়ানের কোনও খোঁজ মিলছে না। নিখোঁজ দুই জওয়ানের নাম হরেন্দ্র নেগি ও প্রকাশ সিংহ রানা। তাঁরা অরুণাচলের ভারত-চিন সীমান্তের (India- China Border) থাকলা পোস্টে কর্মরত ছিলেন। উত্তরাখণ্ডের বাসিন্দা প্রকাশের স্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে সেনার পক্ষ থেকে দুবার ফোন এসেছিল। ২৯ মে প্রথমবার তাঁকে ফোন করা হয়। সে দিন তাঁকে জানানো হয়, ২৮ মে থেকে তাঁর স্বামীর কোনও খোঁজ মিলছে না। দ্বিতীয় ফোনটি আসে ৯ জুন। ওই দিন তাঁকে বলা হয়, সেনাবাহিনী আশঙ্কা করছে, নিখোঁজ দুই জওয়ান নদীতে ডুবে গিয়েছেন। অন্যদিকে হরেন্দ্রর স্ত্রী পুনম তাঁর স্বামীর নদীতে ডুবে যাওয়ার খবর বিশ্বাস করতে রাজি নন। তাঁর প্রশ্ন, দুই জওয়ান নদীতে ডুবে গেলেন কিন্তু কেউ সেটা টের পাবে না, এটা হতে পারে না। তা ছাড়া নদীতে ডুবে গেলে নিশ্চিতভাবেই দেহ উদ্ধার হত। কিন্তু দেহ যখন মেলেনি তখন ডুবে যাওয়ার খবর বিশ্বাস করা যায় না। সূত্রের খবর, প্রকাশের স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন স্থানীয় বিধায়ক। তিনি জানান, আমি দুই জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর অজয় ভাটের সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: উপনির্বাচনই হোক বিজেপির শেষের শুরু, বললেন সুস্মিতা

Latest article