প্রেসিডেন্টকে সরানোর ষড়যন্ত্র, জেল হল জেনিন আনেজের

Must read

প্রতিবেদন: জেলেই যেতে হল প্রেসিডেন্টকে। সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা হিসেবে ১০ বছরের কারাদণ্ড জুটল বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জেনিন আনেজের (Jeanine Anez) কপালে। আনেজের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৯ সালে তিনি দেশের তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছিলেন। অভিযোগ ছিল, মোরালেস আর্থিক দুর্নীতিতে যুক্ত। তাঁকে উৎখাতের ডাক দেন বলিভিয়ার সেনাপ্রধান। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইভো মোরালেসের দল মাস সোশ্যালিস্ট পার্টিরই সদস্য ছিলেন জেনিন (Jeanine Anez)। অভ্যুত্থানের সময় তিনি ছিলেন সেনেটর। মোরালেসকে ক্ষমতাচ্যুত করে জেনিনই প্রেসিডেন্টের চেয়ারে বসে পড়েন। খবর আল-জাজিরার। দাবি, ২০১৯ সালে মার্কিন পরিকল্পনায় ওই সামরিক অভ্যুত্থান ঘটেছিল। পরে অবশ্য সাধারণ নির্বাচনে জিতে মোরালেসেরই ঘনিষ্ঠ সহযোগী লুই আরচে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। জেনিনকে আটক করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় রাজধানীর লা পাজের মহিলা কারাগারে তাঁকে ১০ বছর কাটাতে হবে। যদিও জেনিন নিজেকে নির্দোষ দাবি করছেন। বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা আন্তর্জাতিক সংস্থাগুলিতে আপিল করবেন।

আরও পড়ুন: চিন সীমান্তে ১৪ দিন নিখোঁজ ২ জওয়ান

Latest article