সংবাদদাতা, শিলিগুড়ি : প্রথমবার শিলিগুড়ির কোনও নির্বাচনে অনুপস্থিত গৌতম দেব। তাই নির্বাচন পরিচালনার দায়িত্ব বর্তাল মন্ত্রী অরূপ বিশ্বাসের (Election- Aroop Biswas) উপরে। জেলা কার্যালয়ে কন্ট্রোল রুম করে শিলিগুড়ি মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে চলেছেন তিনি। বিশেষ কারণে বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি শহরের বাইরে রয়েছেন গৌতম দেব। এতদিন পাহাড় থেকে সমতল যে কোনও নির্বাচন দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস স্তরের অভিভাবক গৌতম দেব। কিন্তু এবার মহকুমা পরিষদ নির্বাচনে তিনি শহরে নেই। তাই নির্বাচনের প্রচারে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্বাচন পার করেই কলকাতায় ফিরছেন অরূপ (Election- Aroop Biswas)। নির্বাচনী প্রচার শেষ করে নির্বাচন পরিচালনার রূপরেখা তৈরি করেছেন তিনি। রবিবার সকালে বেলা দশটা থেকে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়কে কন্ট্রোল রুম করে নির্বাচন পরিচালনার ঘুঁটি সাজিয়েছেন তিনি। গৌতম দেব না থাকার কারণে স্বাভাবিকভাবে বাড়তি দায়িত্ব নিয়ে নির্বাচন পরিচালনা করতে হচ্ছে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তীকে। সকাল থেকে সন্ধ্যা এই দুই দায়িত্বপূর্ণ নেতৃত্বকে ছুটে বেড়াতে হচ্ছে এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। এবার প্রথমবার শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গত সাতদিন ধরে প্রচারে প্রার্থীদের নিয়ে প্রচার চালিয়েছেন মন্ত্রী। শিলিগুড়ি শহর থেকে চা-বাগান মিলেছে বিপুল সমর্থন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বপ্ন পদ্মাসেতু বাংলাদেশের মানুষের অহঙ্কার, বললেন হাসিনা