অহঙ্কারী ভারত, তোপ দাগলেন রবার্টস

এরপরই ভারতকে একহাত নিয়ে এক সময়ের বিশ্বত্রাস ফাস্ট বোলার বলেন, ‘‘অহঙ্কার, ঔদ্ধত্য ভারতীয় ক্রিকেটে ঢুকে পড়েছে।

Must read

অ্যান্টিগা, ১৫ জুন : ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হার নিয়ে কাটাছেঁড়া, চর্চার মধ্যেই রোহিত শর্মাদের পারফরম্যান্স নিয়ে তোপ দাগলেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার অ্যান্ডি রবার্টস। তাঁর মনে হয়েছে, ভারত প্রস্তুতি ছাড়াই ফাইনালে নেমেছিল। অস্ট্রেলিয়া তার পূর্ণ সদ্ব্যবহার করে কর্তৃত্ব নিয়ে খেলে টেস্টের বিশ্বখেতাব দখল করেছে।

আরও পড়ুন-‘আমি অভিভূত…!’ নব জোয়ারের ৫০তম দিন আবেগঘন মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এরপরই ভারতকে একহাত নিয়ে এক সময়ের বিশ্বত্রাস ফাস্ট বোলার বলেন, ‘‘অহঙ্কার, ঔদ্ধত্য ভারতীয় ক্রিকেটে ঢুকে পড়েছে। এর মাধ্যমেই তারা বাকি বিশ্বকে ছোট করে দেখছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, কোন দিকে তারা ফোকাস রাখবে, টেস্ট ক্রিকেট নাকি সীমিত ওভারের ক্রিকেট! টি-২০ চলতে থাকবে। সেখানে ব্যাট-বলের আসল লড়াই হয় না।’’

আরও পড়ুন-ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

ফাইনালে ভারতীয় ব্যাটিংয়ের কোনও উজ্জ্বল দিক চোখে পড়েনি রবার্টসের। বলেছেন, ‘‘প্রত্যাশা ছিল ভারত তাদের ব্যাটিং শক্তির প্রতিফলন দেখাবে ফাইনালে। কিন্তু আমি দেখতে পেলাম না কোনও উজ্জ্বল দিক। আজিঙ্ক রাহানে কঠিন লড়াই করেছে। ব্যাট করার সময় হাতে আঘাত পেয়েছে এবং তা নিয়েই খেলেছে। শুভমন গিল ভাল শুরু করেছিল। কয়েকটি ভাল শট খেলেছে। কিন্তু ও লেগ স্টাম্পের উপর দাঁড়িয়ে খেলে। তাই বোল্ড অথবা উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছে। শুভমনকে বলের পিছনে যেতে হবে। তবে বিরাট কোহলি প্রথম ইনিংসে মিচেল স্টার্কের ভাল ডেলিভেরিতে আউট হয়েছে। ভারতীয় দলে কিছু ভাল খেলোয়াড় রয়েছে। কিন্তু তাদের বিশ্বাসযোগ্য পারফরম্যান্স ছিল না।’’
রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে ফাইনাল খেলতে নামাটা রবার্টসের কাছে হাস্যকর। বলেছেন, ‘‘দলের সেরা স্পিনার কীভাবে বাইরে থাকে? অবিশ্বাস্য! হাস্যকর! ভারত চার পেসার খেলিয়েছে। কিন্তু চার জনই খুব বেশি লম্বা নয়। ফলে পিচ থেকে বাউন্স আদায় করতে পারেনি।’’

Latest article