সাইক্লিং ও পরিশ্রমেই জাতীয় দলে অর্শদীপ

Must read

মুম্বই, ২৩ মে : রবিবার যখন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলতে মাঠে যাচ্ছে পাঞ্জাব কিংস (Punjab kings), তখন টিম বাসের মধ্যেই ভারতীয় টি-২০ দলে সুযোগ পাওয়ার খবরটা পান পাঞ্জাবের তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। বাস থেকেই মা বলজিৎ কউরকে ফোন করে সুখবরটা জানান তরুণ পেসার। সেই আনন্দের মুহূর্তটা জানিয়েছেন অর্শদীপেরই মা।

আরও পড়ুন: শেষ মুহূর্তে জয় হাতছাড়া ভারতের, এশিয়া কাপে ১-১ ড্র পাকিস্তানের সঙ্গে

আবেগতাড়িত বলজিৎ বলেন, ‘‘অর্শদীপ আমাকে প্রতি ম্যাচের আগেই ফোন করে। রবিবারও হায়দরাবাদ ম্যাচের আগে ফোন করে আমাকে বলে, ‘মম, অনেক অভিনন্দন। আমি ভারতীয় দলে নির্বাচিত হয়েছি।’ আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি। তখন ফোনের মধ্যেই শুনতে পাচ্ছি, অর্শদীপের সঙ্গে ওর সতীর্থরাও ভাঙড়া নাচছে। বুঝতে পারলাম, অর্শদীপের জন্য এটা কত বড় মুহূর্ত। ও কখনও ক্লান্ত হয় না। শুধু আমাকে বলে, মম তুমি আমাকে মেসেজ করবে আমার ট্রেনিংয়ের পর। খুব কঠিন লড়াই ছিল অর্শদীপের। কিন্তু ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখা আমাদের কাছে বিরাট আনন্দের ব্যাপার।’’ বাবা দর্শন সিং সিকিউরিটি অফিসার। তিনি বলছিলেন, ‘‘আমাদের খারারের বাড়ির কাছেই একটা পার্কে প্র্যাকটিসে ওকে ইনসুইং বল করতে দেখি। তখনই চণ্ডীগড়ে কোচ যশবন্ত রাইয়ের কাছে ভর্তি করে দিই।’’ যশবন্তের কথায়, ‘‘নিয়মিত সাইক্লিং ওর শারীরিক শক্তি, ফিটনেস বাড়িয়েছে। খারার থেকে চণ্ডীগড়ে আমার ক্যাম্পে সাইকেল চালিয়ে দিনে দু’বার ট্রেনিং করতে আসত। ক্রিকেটের প্রতি ওর ভালবাসা দেখে সেদিনই আমার মনে হয়েছিল, একদিন ভারতের হয়ে খেলবে অর্শদীপ (Arshdeep Singh)।’’

Latest article