শেষ মুহূর্তে জয় হাতছাড়া ভারতের, এশিয়া কাপে ১-১ ড্র পাকিস্তানের সঙ্গে

Must read

জাকার্তা, ২৩ মে : এশিয়া কাপ হকির (Assia Cup Hockey) প্রথম ম্যাচেই হোঁচট খেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শেষ মুহূর্তের একটা ভুলে গোল হজম। আর তাতেই সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India- Pakistan) বিরুদ্ধে ১-১ ড্র করতে বাধ্য হলেন বীরেন্দ্র লাকড়ারা।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুটা দাপটের সঙ্গেই করেছিলেন ভারতীয়রা। প্রথম কোয়ার্টারেই গোল তুলে নেয় ভারত। পরপর তিনটি পেনাল্টি কর্নার হাতছাড়া করার পর, ৮ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভারতের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামা সেলভাম কার্থি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই গোল শোধ করার জন্য ঝাঁপিয়েছিল পাকিস্তান। ফলে আক্রমণ এবং প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। যদিও হাফ টাইমে ভারতীয় দলই ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারেও ভারতের সামনে একাধিক গোলের সুযোগ এসেছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ভারতীয় খেলোয়াড়রা। উল্টে সবুজ কার্ড দেখে বসেন অধিনায়ক বীরেন্দ্র লাকড়া। ফলে কিছুক্ষণের জন্য ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে।

আরও পড়ুন: সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে ৩৩৯ নিয়োগ

চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল পাকিস্তান (Hockey- India- Pakistan)। চাপের মুখে ভারত রক্ষণাত্মক খেলতে থাকে। তবে নিজেদের রক্ষণ আঁটসাঁট রেখেছিল ভারত। কিন্তু খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে দেন পাকিস্তানের আব্দুল রানা। তবে শেষ মুহূর্তে সিমরনজিৎ সিং গোল মিস না করলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারতেন ভারতীয়রা।

Latest article