বঙ্গ

জনজোয়ার যাত্রার সুফল, রসুলপুর নদীর উপর হচ্ছে সেতু নির্মাণ

অবশেষে তৃণমূল কংগ্রেসের (TMC) জনজোয়ার যাত্রার সুফল পেতে চলেছেন খেজুরি ও নন্দীগ্রামের (Nandigram) মানুষজন। যাতায়াতের সুবিধার জন্য এবং এলাকার অর্থনৈতিক বিকাশের কারণে রসুলপুর নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন খেজুরি ও নন্দীগ্রামের বাসিন্দারা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে খেজুরি ও নন্দীগ্রামের সেই স্বপ্ন এবার সফল হওয়ার পথে। এই দুই বিধানসভা এলাকার এমন গুরুত্বপূর্ণ দাবিকে এতদিন ‘অধিকারীরা’ বিশেষ পাত্তা দেয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ।

আরও পড়ুন-গুজরাটে দেড় বছর ধরে চলল ভু.য়ো টোল প্লাজা

চলতি বছরে গত ৩১ মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে নবজোয়ার যাত্রায় এসেছিলেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রসুলপুর নদী পেরিয়ে খেজুরির বোগায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মৎস্যজীবিদের সঙ্গে বৈঠক করেছিলেন। মৎস্যজীবীরা তাঁর কাছে রসুলপুর নদীর উপর ব্রীজ নির্মানের দাবী জানিয়ে ছিলেন। মৎস্যজীবীরা অভিযোগ করেছিলেন- অধিকারীদের এই দাবি নিয়ে বারবার বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। অথচ রসুলপুর এবং বোগার মধ্যে ব্রীজ নির্মাণ হলে খেজুরী ও নন্দীগ্রামের মানুষের অনেক সুবিধা হত। এলাকার মানুষকে ৬০ কিমি ঘুরে হেড়িয়া হয়ে কাঁথি শহরে বা কাঁথি মহকুমা হাসপাতাল বা আদালতে যেতে হত না। মৎস্যজীবী সহ ব্যবসায়ীদের সুবিধা হতো। মৎস্যজীবীদের ক্ষোভ বুঝতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রসুলপুর নদীতে ব্রীজ নির্মানের জন্য সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন-গড়িয়া-বিমানবন্দর রুটে কৈখালির কাছে ধস, মেট্রোর কাজে বিপত্তি

সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একান্ত প্রচেষ্টায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এবং নদীর দু’দিকের দুটি ব্লক দেশপ্রাণ ও খেজুরী- ২ ব্লকের বিডিও কিছুদিন আগে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। শুধু ব্রীজ নির্মান নয়, রসুলপুর এবং বোগায় দুটি বাসস্ট্যাণ্ড নির্মান করা হবে। স্থানীয় পঞ্চায়েত সমিতির নেতৃত্ব সহ তৃণমূল নেতৃত্বের আশা, আগামী এপ্রিল মাসে দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রসুলপুর নদীতে ব্রীজ সহ বাসস্ট্যাণ্ড নির্মাণের শিলান্যাস করবেন। উল্লেখ্য দীর্ঘকাল ধরে রসুলপুর নদীতে খেয়া পারাপার চলে আসছে। আগে ডিঙ্গি ছিল খেয়া পারাপারের মাধ্যম। পরবর্তীতে ইঞ্জিন চালিত নৌকা ও লঞ্চ ফেরী সার্ভিসে লাগানো হয়। দু’দিকে নতুন জেটি নির্মান করা হয়েছে। এই ঘাট থেকে সাগরদ্বীপের মায়া গোয়ালিনী পর্যন্ত লঞ্চ সার্ভিস রয়েছে। সব দিক দিয়ে রসুলপুর ঘাট গুরুত্বপূর্ন একটি ঘাট।

আরও পড়ুন-‘চিঠি দিয়ে সময় চেয়েছি’ বাগডোগরা বিমানবন্দর থেকে কেন্দ্রকে নিশা.না মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য কাঁথির প্রাক্তন ও প্রয়াত সাংসদ ডঃ নীতিশ সেনগুপ্ত রসুলপুর নদীতে ব্রীজ নির্মানের চেষ্টা করেছিলেন। কিন্তু ব্রীজ নির্মাণের কিছু টেকনিক্যাল সমস্যাব কারনে ভেসেল সার্ভিস চালু করার পরিকল্পন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সৌজন্যে সেই স্বপ্ন সফল হতে চলায় বেজায় খুশি খেজুরি ও নন্দীগ্রামের বাসিন্দারা। খেজুরি ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল মিশ্র বলেন, “ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিলে তা যে কোন মূল্যে রক্ষা করেন। খেজুরির এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত হল। আমরা সাংসদকে এর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

41 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago