গড়িয়া-বিমানবন্দর রুটে কৈখালির কাছে ধস, মেট্রোর কাজে বিপত্তি

প্রসঙ্গত, গত নভেম্বরে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর একাধিক স্টেশনের পরিদর্শনে যান মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।

Must read

বেশ কয়েকদিন আগেই মেট্রোর কাজ চলাকালীন বৌবাজারে (Bowbazar) ধস নেমেছে। যার ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। যদিও সব ঝামেলা মিটিয়ে ফের কাজ শুরু হচ্ছে সেখানে। এরই মাঝে এবার ধস। বিমাবন্দর রুটের মেট্রোর কাজ চলাকালীন গড়িয়া-বিমানবন্দর রুটে কৈখালির কাছে এই ধস দেখা গিয়েছে। সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে। ঘটনাস্থলের পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুল আছে। স্থানীয় বাসিন্দারা এই ধসের ফলে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন-গুজরাটে দেড় বছর ধরে চলল ভু.য়ো টোল প্লাজা

কিন্ডারগার্টেনের গেটের সামনের ফুটপাতে ধসের জেরে পরিস্থিতি খুব খারাপ। তাই আপাতত সেই গেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আবাসনটির গেটের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে। মেট্রোর কাজের জন্যে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে আর তার ফলেই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। ভিআইপি রোডের ওপর কৈখালিতে মেট্রোর একটি স্টেশন হওয়ার কথা। সার্ভিস রোডে কাজ চলছে। স্তম্ভ বসানোর কাজ হয়ে গিয়েছে। সার্ভিস রোড খুঁড়ে এখন একটি নিকাশি নালা তৈরির কাজ চলছে। পাশেই বেশ কয়েকটি দোকানপাট, আবাসন, অফিস, ব্যাঙ্ক, ক্যাফে, গাড়ির শোরুম, ছোটদের স্কুল রয়েছে। মেট্রোর ইঞ্জিনিয়াররা যদিও এই বিষয়ে জানান ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে।

আরও পড়ুন-শীতের আগেই উত্তরের জেলার জন্য বাড়তি এক্সপ্রেস ট্রেন, ঘোষণা হল সময়সূচি

প্রসঙ্গত, গত নভেম্বরে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর একাধিক স্টেশনের পরিদর্শনে যান মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ কর্তারাও সেদিন ছিলেন। কৈখালিতেও যান মেট্রোর জেনারেল ম্যানেজার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান তারা। তবে এই বিপত্তি স্বাভাবিকভাবেই সকলের কাছেই অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Latest article