শীতের আগেই উত্তরের জেলার জন্য বাড়তি এক্সপ্রেস ট্রেন, ঘোষণা হল সময়সূচি

এই মুহূর্তে বালুরঘাট থেকে পাঁচটি দূরপাল্লার ট্রেন চলে। গৌড় লিঙ্ক এক্সপ্রেস নিয়ে যাত্রীদের অনেকরকম ভোগান্তি পোহাতে হয়।

Must read

বাংলায় শীত পড়ছে, সঙ্গে বাড়ছে কুয়াশা। প্রতি বছরই ডিসেম্বর থেকে কুয়াশার জেরে উত্তরবঙ্গগামী (North Bengal) একাধিক ট্রেন বাতিল করা হয়। উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন এবারে নতুন ট্রেন পাবে রাজ্য। রেলের তরফ থেকে নয়া ট্রনের সময়সূচিও ঘোষণা করা হয়েছে। নতুন এই ট্রেনটি শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত যাবে। ঠিক কবে থেকে এই ট্রেন যাত্রা শুরু করবে সেটা জানানো হয়নি।

আরও পড়ুন-যোগীরাজ্যে থানায় বিপত্তি, পুলিশের বন্দুকের গুলি মহিলার মাথায়

এই মুহূর্তে বালুরঘাট থেকে পাঁচটি দূরপাল্লার ট্রেন চলে। গৌড় লিঙ্ক এক্সপ্রেস নিয়ে যাত্রীদের অনেকরকম ভোগান্তি পোহাতে হয়। এদিকে তেভাগা এক্সপ্রেস ট্রেনটি রোজ চলে না। হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসও রোজ চলে না। তাই এবার বালুরঘাট-শিয়ালদা ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। এর ফলে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-গয়নাগাথা

জানা গিয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে। শিয়ালদায় ট্রেনটি এসে পৌঁছাবে ভোর ৪টে ২০ মিনিটে। শিয়ালদা থেকে ট্রেনটি রাত সাড়ে ১০টায় ছাড়বে। বালুরঘাটে পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদা টাউন, একালাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুর স্টেশনে থামবে।

Latest article