উত্তরবঙ্গের উন্নয়ন তদারকির দায়িত্বভার এবার চন্দ্রিমার

Must read

সরস্বতী দে, শিলিগুড়ি: উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আন্তরিক। তাই উত্তরবঙ্গ উন্নয়ন দফতর তিনি নিজের হাতেই রেখেছেন। প্রসঙ্গত রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বাজারের আধুনিকীকরণ–‌সহ ৪৭৯টি প্রকল্পে উত্তরবঙ্গ উন্নয়নের কাজের সমীক্ষাও শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই । এটা কারোরই অজানা নয় যে তিনি নিজে মাঝে মধ্যেই পাহাড়ে চলে যান কাজের তদারকি করতে। এবার তিনি তাঁর মন্ত্রিসভার বিশ্বস্ত সঙ্গী নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে সেখানে পাঠাচ্ছেন ভালমন্দ দেখার ভার দিয়ে।

আরও পড়ুন- এবার ত্রিপুরায় যাচ্ছেন অভিনেতা সাংসদ দেব

দু দিনের সফরে ২৭ অগাস্ট চন্দ্রিমা শিলিগুড়ি আসছেন। ২৮ অগাস্ট তিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। তার আগে শিলিগুড়ি ও জলপাইগুড়ির উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প নিয়ে পুরসভা এবং এসজেডিএ–‌র সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যেই এনজিটি ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকেরা শিলিগুড়ি পুরসভার উন্নয়ন প্রকল্পগুলির সমীক্ষা করে সবুজ সঙ্কেত দিয়েছেন। এতে পরিস্কার যে, উত্তরবঙ্গ উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে তৎপর।

আরও পড়ুন- চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”, বিজেপির বিরুদ্ধে কিসের অভিযোগ

এদিকে নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সামনে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য নিজেদের মতো করে তৈরি হচ্ছে শিলিগুড়ি পুরসভা ও শিলিগুড়ি–‌জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। নগরোন্নয়ন মন্ত্রীর কাছে গত তিন মাসের নিজেদের কাজের খতিয়ান তুলে ধরবে পুরসভা এবং কী কী কাজ হাতে নেওয়া হয়েছে সে সম্বন্ধেও আলোচনা হবে। সোমবার এসজেডিএ চেয়ারম্যান জলপাইগুড়িতে এসজেডিএ–‌র কার্যালয়ে গিয়ে সেখানকার সুবিধে–‌অসুবিধে ভালো করে দেখে নিচ্ছেন।

আরও পড়ুন- জলপাইগুড়িতে কাবুলিওয়ালাকে রাখি পরিয়ে অভয় দান তৃণমূলের

মঙ্গলবার তিনি ভাইস চেয়ারম্যান ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। আশা করা যায়, খুব শিগগিরই শিলিগুড়ির রূপায়ণের কাজ নতুন মাত্রায় শুরু হতে চলেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের প্রস্তুতিও তুঙ্গে। অনুষ্ঠানমঞ্চ, ফ্লেক্স ও হোর্ডিংয়ে সাজছে বিভিন্ন এলাকা।

Latest article