মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান

Must read

প্রতিবেদনঃ পর পর দুই ম্যাচ জিতেছে, এবার মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ থাকছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। হাবাসের দল নকআউটে ওঠার ম্যাচে মাঝমাঠের সেরা খেলোয়াড় হুগো বোউমাসকে পাবে না । তাই খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচের আগে কিছুটা হলেও চাপ থাকছে সবুজ মেরুন শিবিরে। পয়েন্ট টেবলে মোহনবাগানের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এর একদম ওপরে রয়েছে বাগান। বাংলাদেশের ক্লাবের ৪ পয়েন্ট । নকআউটে পা রাখতে হলে আজ ড্র করলেই হবে রয় কৃষ্ণদের। তবে বসুন্ধরাকে জিততেই হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে।

আরও পড়ুন- অশ্বিনকে না খেলনোর প্রতিবাদে নাম লেখালেন ইঞ্জিনিয়ার

গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন প্রস্তুতিতে ফিনিশিং টাচ দিল সবুজ মেরুন ব্রিগেড। এমন একটা ম্যাচে হুগো বোউমাসের মতো ফুটবলারকে ছাড়া মাঠে নামতে হবে বলে বিকল্প গেমপ্ল্যান তৈরি রাখতে হচ্ছে কোচ হাবাসকে। তবে স্প্যানিশ কোচ ফরাসি মিডফিল্ডারের জন্য হাহুতাশ করছেন না। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বললেন, ‘‘হুগো আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। কিন্তু দলে যে নেই, যে খেলতে পারবে না, তার জন্য আমি ভাবি না। কোনও একজন প্লেয়ারের জন্য আমি কান্নাকাটি করি না। যারা আছে তাদের নিয়েই খেলে ম্যাচ জেতার চেষ্টা করব। বসুন্ধরা ভাল দল। ওদের ছোট করে দেখার প্রশ্নই নেই। কিন্তু আমরা ড্রয়ের জন্য খেলব না। জয় ছাড়া কিছু ভাবছি না’’।
হুগো বোউমাস না থাকায় একজন কম বিদেশি নিয়েই খেলতে হবে হাবাসের দলকে। ৩-৫-২ ফর্মেশনে মাজিয়া ম্যাচের প্রথম একাদশকেই মাঠে নামাতে পারেন বাগান কোচ। দীপক টাংরি একটি হলুদ কার্ড দেখে থাকায় তাঁকে পরের দিকে ব্যবহার করতে পারেন স্প্যানিশ কোচ। শেখ সাহিল, বিদ্যাসাগর সিং, কিয়ান নাসিরিদের মতো তরুণদেরও আজ পরীক্ষা দিতে হতে পারে।

আরও পড়ুন- উত্তরবঙ্গের উন্নয়ন তদারকির দায়িত্বভার এবার চন্দ্রিমার

মালের ন্যাশনাল স্টেডিয়ামে দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রেরও লড়াই। বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন ভারতে আই লিগে কোচিং করিয়েছেন। প্রতিপক্ষ কোচের বিরুদ্ধে কখনও মাঠে না নামলেও তাঁকে সমীহ করছেন হাবাস। ফুটবলাররাও বাংলাদেশের ক্লাবকে নিয়ে সতর্ক। তার উপর মালদ্বীপের প্রচণ্ড গরম চিন্তায় রাখছে সবুজ মেরুন ফুটবলারদের। দলের নির্ভরযোগ্য লেফট ব্যাক শুভাশিস বোস ম্যাচের আগের দিন বললেন, ‘‘এখানে খুব গরম। ম্যাচটা রাতে ফ্লাডলাইটে খেলা হলে ভাল হত। তবে আমরা অজুহাত দেব না। দু’টো ম্যাচ খেলে পরিস্থিতির সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। ড্রেসিংরুমের পরিবেশ খুব ভাল। সবাই দারুণ ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব। ম্যাচ জিতেই মাঠ ছাড়তে চাই’’।

Latest article