‘মাদার ডেয়ারি’ হতে চলেছে ‘বাংলা ডেয়ারি’: নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Must read

দুধ উৎপাদন যখন বাংলায় হয় তখন বাইরের সংস্থার নামে সেই ডেয়ারির নাম হবে কেন, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। তাই এবার থেকে নাম বদলে হবে ‘বাংলা ডেয়ারি’। দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’র নাম বদলে যাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন?’’

আরও পড়ুন- সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী: শিখাকে ফোন মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিব ও প্রধান সচিবের সঙ্গে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়ে গিয়েছে। রাজ্য সরকার বাংলা ডেয়ারি চালাবে। বাংলা ডেয়ারিতে উৎকৃষ্ট মানের দুধ এবং দুগ্ধজাত দ্রব্য পাওয়া যাবে। এ ছাড়া রাজ্য সরকার ডিম, মাছ, মাংসের উৎপাদন বাড়ানোয় জোর দেবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পোলট্রির সংখ্যা বাড়ানো হবেও বলে এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest article