যোগ্য হলেই পাওয়া যাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর সুবিধা, জানালেন মুখ্যমন্ত্রী

Must read

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তার ভাঁজ ফেলার যে প্রয়োজন নেই সেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যোগ্য হলে সবাই পাবেন এই প্রকল্পের সুবিধা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তোলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে।এই বিষয়ে বললেন মুখ্যমন্ত্রী বলেন, “শিবিরে বেশি ভিড় করবেন না। কোভিড বিধি মেনে চলুন। হাতে এক মাস সময় আছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে”।

প্রয়োজনে এর মেয়াদ ৩-৪ দিন আরও বাড়ানো হবে । এদিন তিনি জানান, “দুয়ারের সরকারের ক্যাম্প ছাড়া অন্য কোথাও থেকে ফর্ম নেবেন না। ওই ফর্মে রয়েছে ইউনিক নম্বর। সেই নম্বরের ফর্ম পূরণ করেই জমা দিতে হবে”।

মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাঁরা তা দেখালেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাবেন।সরকারি চাকরি করেন, পেনশন পান, এমন কেউ ছাড়া সবাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা। স্বাস্থ্যসাথী কার্ড কোনও পরিবারের বয়স্ক মহিলা অভিভাবকের নামে থাকলেও, ওই পরিবারের বাকি সদস্যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দুয়ারে সরকারের ২২ হাজারের বেশি ক্যাম্প চলছে।  ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। ১ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

পঞ্জাব ব্যাঙ্কের নতুন কোড হওয়ায় অ্যাকাউন্ট খুলতে একটু সমস্যা হচ্ছে বলে এদিন ক্ষোভ প্রকাশ্ করেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মুখ্যসচিব সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা বলছেন বলেও তিনি জানিয়েছেন।

Latest article