লোকাল ট্রেন চালু নিয়ে আশার বার্তা শোনালেন নবান্নে মুখ্যমন্ত্রী

Must read

আনলক পদ্ধতির মাধ্যমে ছাড় দেওয়া হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। তবে এখনও অনেক ক্ষেত্রেই রাজ্যে জারি বিধিনিষেধ। চলছে না লোকাল ট্রেন যা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকছে। কবে থেকে চালু হবে ট্রেন? বুধবার এ বিষয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে”।

আরও পড়ুন- যোগ্য হলেই পাওয়া যাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর সুবিধা, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এই মর্মে বলেন, রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন এসেছে। কলকাতার ৭৫ শতাংশ মানুষকে আপাতত ভ্যাকসিন দেওয়া হয়েছে।  কিন্তু গ্রামে টিকাকরণ তুলনামূলক অনেকটাই কম হয়েছে। ঠিক এই কারণেই রাজ্য আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে চালু থাকবে কোভিডের বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী এই নিয়ে বলেন, লোকাল ট্রেন চালু হলে ভিড় অনেকটাই বাড়বে। আর তার জেরে করোনা ছড়ানোর আশঙ্কা দেখা দেবে। তৃতীয় ওয়েভ থেকে নিজেদের সতর্ক করতে ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলেই ট্রেন চালু করে দেওয়া হবে।

Latest article