সংবাদদাতা, আসানসোল : আসানসোল উৎসব। হবে ১১ থেকে ২০ নভেম্বর। দু বছর করোনার জন্য সংক্ষেপে সারতে হয়েছে আসানসোল উৎসব। তাই এ বছর আরও অনেক বড় আকারে আয়োজন করা হবে। সম্প্রতি আসানসোলের এডিডিএ সম্মেলনকক্ষে এক বৈঠক থেকে একথা ঘোষণা করেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। বলেন, পশ্চিম বর্ধমানের পাশাপাশি অন্যান্য অনেকগুলি জেলা থেকে ব্যবসায়ীরা এই উৎসবে যোগ দিতে চেয়ে আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন-বেকারদের স্বনির্ভর করে তুলতে কারিগরি প্রশিক্ষা
চেষ্টা করা হবে উৎসবের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর। এ-ছাড়া সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আসানসোলের প্রাক্তন সাংসদ তথা পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিশেষ অনুষ্ঠান রাখা হবে। হালকা শীতের আমেজে প্রতিবারের মতো এবারও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবটি সর্বাঙ্গসুন্দর হয়ে উঠবে বলে মন্ত্রী আশা করেন। বৈঠকে ছিলেন আসানসোল উপপ্রধান মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় প্রমুখ।