বিশ্বভারতীতে নিয়ম না মেনে পদোন্নতি

নিয়মবহির্ভূত পদোন্নতি ঘিরে বিতর্ক বিশ্বভারতীতে। শিক্ষাভবনের জৈবপ্রযুক্তি বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ নিয়ে এই বিতর্ক।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : নিয়মবহির্ভূত পদোন্নতি ঘিরে বিতর্ক বিশ্বভারতীতে। শিক্ষাভবনের জৈবপ্রযুক্তি বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ নিয়ে এই বিতর্ক। পূর্বতন প্রধান অধ্যাপক অমিত রায় অব্যাহতি চাওয়ায় পরবর্তী প্রধান হিসেবে নাম উঠেছে ডঃ নীলাঞ্জনা দাসের। এখানেই উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, অধ্যাপক সংগঠন ভি বি উফার। অভিযোগ, প্রথাগত নিয়মে বিভাগীয় প্রধানের দায়িত্ব হস্তান্তর হয়ে পরবর্তী অভিজ্ঞতম প্রফেসরের হাতে যায়।

আরও পড়ুন-১১ থেকে ২০ নভেম্বর আসানসোল উৎসব এবার আরও বড়

কোনও প্রফেসর না থাকলে যায় সহযোগী (অ্যাসোসিয়েট) প্রফেসরের হাতে। সহযোগী অধ্যাপকও অমিল হলে সহকারী (অ্যাসিস্ট্যান্ট) প্রফেসরকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু বিশ্বভারতীর অ্যাক্ট ও স্ট্যাটুট অনুযায়ী বিভাগে প্রফেসর থাকলে বিভাগীয় প্রধানের দায়িত্ব কোনও মতেই সহযোগী প্রফেসরকে দেওয়া যাবে না। অথচ অভিজ্ঞ প্রফেসর ডঃ তথাগত চৌধুরি থাকা সত্ত্বেও একজন সহযোগী (অ্যাসোসিয়েট) প্রফেসর ডঃ নীলাঞ্জনা দাসের হাতে বিভাগীয় প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Latest article