মুখ্যমন্ত্রীর অপেক্ষায় আসানসোল

Must read

সংবাদদাতা, আসানসোল : প্রতীক্ষার প্রহর গোনার অবসান। মুখ্যমন্ত্রী (Asansol- Mamata Banerjee) জেলা সফরে আসা মানেই জেলায় নতুন নতুন কয়েকশো প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের নয়া দিগন্তের আশ্বাস পাওয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাঁর আসন্ন জেলা সফরকে ঘিরে এখন সাজ সাজ রব সমগ্র জেলা জুড়ে। চলতি বছরের মে মাসের শেষে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা সফর শেষে দুর্গাপুরের সার্কিট হাউসের লাউঞ্জে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শীঘ্রই আসানসোলে (Asansol- Mamata Banerjee) আসার কথা ঘোষণা করে গিয়েছিলেন। তখনই তিনি বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে কোনদিনও আসানসোল লোকসভা আসনে জয় পায়নি দল। এবারই প্রথম লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর এই ঐতিহাসিক জয়ের জন্য আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাতে শীঘ্রই তিনি পশ্চিম বর্ধমান জেলায় আসবেন। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর আসন্ন জেলা সফরকে সবদিক থেকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও ময়দানে নেমেছেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলের পোলো গ্রাউন্ডের প্রস্তুতি শেষ। ইতিমধ্যেই মলয়বাবু বেশ কয়েকবার ওই এলাকা পরিদর্শন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার পশ্চিম বর্ধমান জেলা সফরে এসে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া পর্যটন কেন্দ্র গড়তে চান।

আরও পড়ুন: বিভেদ বিদ্বেষ নয়, সম্প্রীতিই ভারত-ভাগ্যের ভবিষ্যৎ

Latest article