এবার আবাস যোজনার (PM Awas Yojana) উপভোক্তাদের বাড়ি গিয়ে সমীক্ষা করতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেবিষয়ে পুলিশ-প্রশাসনকে সতর্ক হওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)। তিনি জানান, প্রয়োজনে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কর্মীদের সমীক্ষা করতে পাঠাতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র বরাদ্দ দেওয়ার পর থেকেই সঠিক মানুষের হাতে যাতে টাকা পৌঁছয়, সে বিষয়ে সতর্ক প্রশাসন। এই বিষয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করতে যাচ্ছেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। কিন্তু সেখানেও নানা অভিযোগ উঠছে।
আরও পড়ুন: মেঘালয়ে রাজনৈতিক পালাবদলের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার বিভিন্ন জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি এই নির্দেশ দেন। প্রশাসনিক সূত্রে খবর, বেশ কিছু আবাস যোজনার প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি স্পষ্ট জানান, যাঁদের পাকা বাড়ি রয়েছে, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়। কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।