মেঘালয়: কর্মিসভার মঞ্চে সাকেতকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো, করলেন গ্রেফতারি নিয়ে নিন্দা

Must read

মঙ্গলবার, শিলংয়ে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় দলের মুখপাত্র সাকেত গোখলকে মঞ্চে ডেকে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Saket Gokhale)। সাকেতের গ্রেফতারির তীব্র নিন্দা করে তৃণমূল সুপ্রিমো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই গ্রেফতারি। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমোর রাজস্থান সফরের সময়ই গ্রেফতার হন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের। এই নিয়ে তীব্র প্রতিবাদে নাম তৃণমূল। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন সাকেত।

আরও পড়ুন: মেঘালয়ে রাজনৈতিক পালাবদলের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গত সপ্তাহে গুজরাতে ভোটের ঠিক পরেই জয়পুর বিমানবন্দর থেকে সাকেতকে (Mamata Banerjee- Saket Gokhale) গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যায় পুলিশ। ঘটনার তীব্র প্রতিবাদ করে তৃণমূল। পরে জামিনে মুক্ত হন সাকেত। এদিন শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মিসভার মঞ্চে তাঁকে ডেকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সাকেতকে অত্যন্ত হেনস্থা করা হয়েছে। জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। মোরবি কাণ্ড নিয়ে টুইট করে ছিলেন সাকেত। তার জন্যই এই হেনস্থা। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, নেতা হতে গেলে, আগে ধৈর্যশীল হতে হবে। শাসন নয়, মানুষকে ভালোবাসতে হবে। তৃণমূল সুপ্রিমো জানান, তথ্য জানার অধিকার আইনের ক্ষেত্রে সাকেত রাজা। তিনি হৃদরোগী। একবার জামিন পাওয়ার পরেও ফের তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে, মঞ্চে জাতীয় মুখপাত্রকে বসিয়েই ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article