কাল উদ্বোধনে আশা-অরিজিৎ, বিশ্বকাপ ২০২৩

অন্যবারের মতো বিশ্বকাপের প্রথম ম্যাচের দিন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কারণ, জমকালো শো-এর জন্য পর্যাপ্ত সময় চাই।

Must read

আমেদাবাদ, ২ অক্টোবর : বিশ্বকাপ ক্রিকেট শুরুর মাহেন্দ্রক্ষণ সামনে। আগামিকাল মেগা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আমেদাবাদে লক্ষাধিক দর্শকাসনের নতুন মোতেরা স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে সেরা চমক হতে চলেছেন আশা ভোঁসলে। কিংবদন্তি গায়িকাকে বহুদিন পর লাইভ কনসার্টে দেখা যাবে। চমক এখানেই শেষ নয়, আশার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন এই সময়ের সেরা প্লে-ব্যাক সিঙ্গার শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। এর আগে আইপিএলের উদ্বোধনে অরিজিতের পারফরম্যান্স দেখা গেলেও আশা-শ্রেয়ার যুগলবন্দি নিঃসন্দেহে বড় আকর্ষণ।

আরও পড়ুন-বাঙালিকে জুড়তে বড় উদ্যোগ চিকিৎসকের

উদ্বোধনী অনুষ্ঠানকে গ্ল্যামারাস রূপ দিতে আরও অনেক বলিউড তারকাকে হাজির করাচ্ছে বিসিসিআই। সেই তালিকাটা বেশ লম্বা। এবারের আইসিসি বিশ্বকাপের অ্যান্থেমে অংশ নিয়েছেন রণবীর সিং। বলিউড অভিনেতাও পারফর্ম করবেন উদ্বোধনী মঞ্চে। এছাড়াও তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান, শঙ্কর মহাদেবনরা থাকছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন-জয়দীপ, মৌমাদের সংবর্ধনা ইন্ডোরে, বিওএ-র শতবর্ষ

অন্যবারের মতো বিশ্বকাপের প্রথম ম্যাচের দিন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কারণ, জমকালো শো-এর জন্য পর্যাপ্ত সময় চাই। ম্যাচের দিন হলে সেটা সম্ভব নয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৫ অক্টোবর বৃহস্পতিবার। আগের দিন ৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় মোতেরায় হবে ঘণ্টা দুয়েকের মেগা উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ লেজার শো-এর ব্যবস্থাও থাকছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে থাকছে ‘ক্যাপ্টেনস মিট’। মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো শেষ হচ্ছে। তারপর দশ দলের অধিনায়করা পৌঁছে যাবেন আমেদাবাদে।

Latest article