বিয়ে করলেই শ্রীঘরে প্রবীণ নেতাকে হুমকি অসমের মুখ্যমন্ত্রীর, সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে

লোকসভা নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে হিমন্ত বিশ্বশর্মা কোনওরকম রাখঢাক না করেই সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, ভোট কেটে গেলেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত করা হবে

Must read

প্রতিবেদন : লোকসভার প্রবীণ সাংসদকে হুমকি দিলেন অসমের মুখ্যমন্ত্রী। রীতিমতো হুমকি দিলেন অসমের গেরুয়া মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে হিমন্ত বিশ্বশর্মা কোনওরকম রাখঢাক না করেই সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, ভোট কেটে গেলেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত করা হবে। তাই যদি বিয়ে করতেই হয়, তাহলে সেটা লোকসভা নির্বাচনের আগেই সেরে ফেলুন। লোকসভা নির্বাচন মিটলে বিয়ে করলেই জেলে জেতে হবে। গেরুয়া মুখ্যমন্ত্রীর এই কথার লক্ষ্য কে? এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। এই ভাষাতেই তিনি রীতিমতো হুমকি দিলেন প্রবীণ রাজনৈতিক নেতাকে। সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় উঠেছে হিমন্তের বিরুদ্ধে। নির্বাচনের মুখে এই ধরনের কথার বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন-নোটবন্দির সিদ্ধান্ত সঠিক ছিল না, সংবিধান মেনে কাজ করুন রাজ্যপাল, বললেন শীর্ষ আদলতের বিচারপতি

আসলে নির্বাচন সামনে আসতেই ফের নিজের পুরনো রূপেই ধরা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্তের দাবি, ভোট মিটলেই অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে। আর তারপরই বহু বিবাহকে ‘বেআইনি’ বলে ঘোষণা করা হবে। সেকারণেই যাঁদের বহুবিবাহের ইচ্ছে রয়েছে তাঁরা তা লোকসভা ভোটের আগেই সেরে ফেলুন। আর অসমের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। তবে আচমকা কেন এমন মন্তব্য করলেন হিমন্ত? ধুবুরি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর তাঁর প্রতিদ্বন্দ্বী আজমলকে কটাক্ষের সূত্র ধরেই এই মন্তব্য করে বসলেন হিমন্ত। হিমন্ত স্পষ্ট জানান, নির্বাচনের পর আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করব। তা চালু হলে বহু বিবাহ নিষিদ্ধ হয়ে যাবে। তখন বিয়ে করতে গেলেই গ্রেফতার হতে হবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে উঠেছে বিতর্কের ঝড়।

Latest article