ম্যাচ জিতলেন পন্থ, মাঠ মাতালেন ধোনি

স্কোরবোর্ড বলছে, চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এই ম্যাচ থেকে ক্রিকেটপ্রেমীদের প্রাপ্তি ঋষভ পন্থ ও এম এস ধোনি।

Must read

বিশাখাপত্তনম, ৩১ মার্চ : স্কোরবোর্ড বলছে, চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এই ম্যাচ থেকে ক্রিকেটপ্রেমীদের প্রাপ্তি ঋষভ পন্থ ও এম এস ধোনি।
এবারের আইপিএলে এদিনই প্রথমবার ব্যাট হাতে ২২ গজে দেখা গেল ধোনিকে। ততক্ষণে ম্যাচ কার্যত ঢলে পড়েছে দিল্লির দিকে। কিন্তু ধোনি ব্যাট হাতে মাঠে পা রাখতেই যেভাবে পুরো গ্যালারি গর্জন করে উঠল, তাতে মনে হতে বাধ্য যে, চেন্নাই ম্যাচ পকেটে পুরে ফেলেছে। ভক্তদের হতাশ করেননি ধোনি। ১৬ বলে ৪টি চার ও ৩টি ছয় মেরে ৩৭ রানে নট আউট থাকলেন।
আর পন্থ! ৩২ বলে ৫১ রানের দ্বিতীয় ইনিংসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চ্যাম্পিয়নদের বাতিলের ঝুড়িতে ফেলে দেওয়াটা চরম বোকামি। টি-২০ বিশ্বকাপ দলে ঢোকার জন্য কড়া নাড়া শুরু করে দিলেন পন্থ। শুধু ব্যাটিং নয়, কিপিংও করলেন চেনা দক্ষতায়।

আরও পড়ুন-বিয়ে করলেই শ্রীঘরে প্রবীণ নেতাকে হুমকি অসমের মুখ্যমন্ত্রীর, সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে

এদিন শুরুটা দুর্দান্ত করেছিলেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। প্রথম দুটো ম্যাচে পৃথ্বীকে খেলানো হয়নি। তবে এদিন সুযোগ পেয়ে বেশ ভাল ব্যাট করলেন পৃথ্বী। তাঁর ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। হাফ সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার। তাঁর অবদান ৩৫ বলে ৫২। দু’জনে মিলে প্রথম উইকেটে মাত্র ৫৮ বলে ৯৫ রান যোগ করেছিলেন। কিন্তু ওয়ার্নার-পৃথ্বীর গড়ে দেওয়া ভিত পুরোপুরি কাজে লাগাতে পারেননি বাকিরা। মিচেল মার্শ ১২ বলে ১৮ করে আউট হন। ট্রিস্টিয়ান স্টাবস শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ওই পরিস্থিতিতে দলকে টেনেছেন পন্থ। রান তাড়া করতে নেমে শুরুতেই ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র আউট হওয়ায় চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। অজিঙ্কা রাহানে (৩০ বলে ৪৫) ও ডারিল মিচেল (২৬ বলে ৩৪) কিছুটা লড়লেন। শেষ দিকে ঝড় তুললেন ধোনি। তবে দিল্লির জয় তাতে আটকায়নি।

Latest article