নিশীথের গুন্ডামি অব্যাহত, ফের মন্ত্রী উদয়নের গাড়িতে হামলা

এই ঘটনা পরিকল্পিতও বলেও অভিযোগ করেছেন তিনি। হামলার ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও ক্ষোভ উগরে দেন তাঁর এক্স হ্যান্ডেলে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের গুন্ডামি অব্যাহত। ফের রবিবার সন্ধ্যায় ঘুঘুমারিতে মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা চালাল নিশীথের দল। ভোটের মুখে বিজেপির হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পরই ঘটনাস্থলে প্রতিবাদ অবস্থান করেন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন অবস্থানরত মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, বারবার হামলা, নির্বাচন কমিশন কী করছে?

আরও পড়ুন-ম্যাচ জিতলেন পন্থ, মাঠ মাতালেন ধোনি

এই ঘটনা পরিকল্পিতও বলেও অভিযোগ করেছেন তিনি। হামলার ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও ক্ষোভ উগরে দেন তাঁর এক্স হ্যান্ডেলে। তিনি লেখেন, জলপাইগুড়ি এবং চারপাশের অঞ্চল যখন ঝড়ে বিপন্ন, মুখ্যমন্ত্রী যখন রাতেই ছুটে যাচ্ছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিমকে কাজে নামাচ্ছেন তখন বিজেপির নিশীথ প্রামাণিকের লোকেরা উদয়ন গুহর গাড়িতে গুন্ডামি করছে। অমিত মালব্য সাম্প্রদায়িক রাজনীতিতে উসকানি দিচ্ছে। তৃণমূল যখন মানুষের পাশে, বিজেপি তখন কুৎসিত কাজে ব্যস্ত। বিষয়টি নিয়ে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

Latest article