প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে গুলি, হত ১৫

Must read

প্রতিবেদন : রাজধানীর বিশ্ববিদ্যালয় (Prague university shooting) চত্বরে চলল গুলি, মৃত্যু, রক্তক্ষয়ী তাণ্ডব। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের উপকণ্ঠে চলল গুলি। পুলিশ জানিয়েছে, ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিহত অন্তত ১৫ জন। আহত আরও ৩২ জন। তাঁদের মধ্যে ন’জনের আঘাত গুরুতর। ওই চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে (Prague university shooting) কেন গুলি চলেছে, তা নিয়ে ধন্দে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ওই রক্তক্ষয়ী আক্রমণের ঘটনা ঘটেছে। পুলিশ গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এক্স হ্যান্ডেলে প্রাগ পুলিশ লিখেছে, আততায়ীকে খতম করা হয়েছে। ওই বহুতলটি এখন খালি করা হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বহু লোক আহত। আততায়ীর মৃত্যুর কথা জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসন। তিনি জানিয়েছেন, অন্য কোনও বন্দুকবাজ ঘটনাস্থলে ছিলেন না। ফলে আর কোনও আশঙ্কা নেই। গোটা চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নাগরিকদের সহযোগিতা করার আর্জি জানিয়েছেন মন্ত্রী। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে চেক প্রশাসন।

আরও পড়ুন-সময়ের আগেই শেষ অধিবেশন: স্পিকারের বক্তব্যে অনুচ্চারিত সভায় হামলা, বহিষ্কার ইস্যু

Latest article