সময়ের আগেই শেষ অধিবেশন: স্পিকারের বক্তব্যে অনুচ্চারিত সভায় হামলা, বহিষ্কার ইস্যু

Must read

প্রতিবেদন : নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয়ে গেল সংসদের (Parliament Attack) শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার বিকেল ৪-১৫ নাগাদ অধিবেশনের আনুষ্ঠানিক ‍‘সাইনে ডাই’ ঘোষণা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন বিরোধীশূন্য কক্ষে কার্যত বিনা বাধায় বিতর্কিত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল তথা প্রেস রেজিস্ট্রেশন বিল পাশ করানোর পরেই সংশ্লিষ্ট অধিবেশনের কাজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখেন ওম বিড়লা। তিনি জানান, শীতকালীন সংসদে (Parliament Attack) উৎপাদনশীলতার হার এবছর ৭৪ শতাংশ। মোট ১৪টি বৈঠক সম্পন্ন হয়েছে এবং সভা চলেছে প্রায় ৬১ ঘণ্টা ৫০ মিনিট ধরে। এই অধিবেশনে লোকসভায় ১২টি বিল পেশ এবং মোট ১৮টি বিল পাশ হয়েছে যার মধ্যে ন্যায় সংহিতা অন্যতম। জনস্বার্থ জড়িত মোট ১৮২টি বিষয় উত্থাপিত হয়েছে নিম্নকক্ষে। তাৎপর্যপূর্ণভাবে সংসদে হানা, স্মোক বম্ব বা বিরোধী শিবিরের বিক্ষোভ এবং তার সূত্রে রেকর্ড সংখ্যক ১৪৬ সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপনই করলেন না ওম বিড়লা। বরং তড়িঘড়ি ‍‘বন্দেমাতরম’-এর মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত রাখেন তিনি।

আরও পড়ুন- বিরোধীদের বাইরে রেখে সব আপত্তি উড়িয়ে লোকসভায় বিল পাশ

Latest article