হিমাচলে ভূমিধসের ফলে আটকে কমপক্ষে ২০০ পর্যটক

এই অবস্থায় হাইওয়ের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে অধিকাংশ পর্যটকদের গাড়ি।

Must read

২৪ ঘণ্টা পার হয়ে গেল এখনও খোলেনি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি ও কুলুর সংযোগকারী হাইওয়ে। প্রায় ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে (Highway) দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি। রবিবার দুপুর থেকে সোমবার বিকেল পর্যন্ত মাঝরাস্তায় গাড়িতে আটকে রয়েছে কমপক্ষে ২০০ পর্যটক (Tourists)। রাস্তা সাফাইয়ের কাজ চলছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তা খুলবে বলেই জানিয়েছে মান্ডি জেলার প্রশাসন।

আরও পড়ুন-রেশনে চাল গমের জোগান বন্ধ করল কেন্দ্র, পরিস্থিতি সামলানোর উপায় দিলেন মুখ্যমন্ত্রী

টানা বৃষ্টি ও ভূমিধসের ফলে মান্ডি, কুলু সহ বেশ কিছু জেলার কয়েকটি জায়গায় ধস নেমেছে। মান্ডি ও কুলুর সংযোগকারী হাইওয়েতে ধস নেমেছে। বড় পাথর নেমে এসেছে হাইওয়েতে। এর ফলেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিস্ফোরক দিয়ে পাথর ফাটিয়ে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করা হচ্ছে। আগামী ৭-৮ ঘণ্টার মধ্যেই হাইওয়ে থেকে বোল্ডার সরিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-চারদিন ব্যাপী অম্বুবাচী উৎসব শেষ, খুলে গেল কামাখ্যা মন্দিরে

এই অবস্থায় হাইওয়ের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে অধিকাংশ পর্যটকদের গাড়ি। রবিবার দুপুর থেকে রাস্তার উপর গাড়িতে আটকে থাকায় বিরক্ত হয়ে গিয়েছেন তারা। অতিরিক্ত টাকা দিয়েও হোটেল পাওয়া যাচ্ছে না। রাস্তার পাশে ধাবাগুলিতে জায়গা নেই। পর্যটকদের মধ্যে পরিবার, বাচ্চা নিয়ে বিপাকে পড়েছেন তারা।

Latest article