যুব দলের ট্রায়ালে জনজোয়ার, মোহনবাগানে সই দুই তরুণ তুর্কির

Must read

প্রতিবেদন : ২০২২-’২৩ মরশুমে মোহনবাগানের শক্তি আরও বাড়ল। দেশের অন্যতম দুই সেরা ফুটবলার আশিক কুরুনিয়ন ও আশিস রাইকে (Ashique Kuruniyan- Ashish Rai) পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করল মোহনবাগান (ATK Mohun Bagan)। দু’জনেই সাইড ব্যাক এবং উইং, দুই পজিশনেই খেলেন। কলকাতায় সদ্য সমাপ্ত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচেই ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন দু’জনে। আশিক ছিলেন বেঙ্গালুরু এফসি-তে। আর আশিস ছিলেন গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এফসি-র সদস্য। দুই তরুণই ভারতীয় জুনিয়র এবং সিনিয়র দলের হয়ে বহু ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন: চুক্তিপত্রের অপেক্ষায় ক্লাব, ইস্টবেঙ্গল সচিবকে চিঠি ক্ষুব্ধ প্রাক্তনদের

আশিক ও আশিস (Ashique Kuruniyan- Ashish Rai) সবুজ-মেরুনে সই করার পর সম্প্রতি ময়দানে মোহনবাগান তাঁবুতে গিয়ে মাঠ, জিম ঘুরে দেখেছেন। যুবভারতীতে অনুশীলনের মাঠ দেখেও খুশি দুই ফুটবলার। সোমবার দু’জনের নাম সরকারিভাবে ঘোষণা করল ক্লাব। আশিক বলেছেন, ‘‘ইউরোপে জুনিয়র স্তরে খেলার অভিজ্ঞতা আছে আমার। কলকাতার পরিকাঠামোও দেখলাম ভাল। যে কোনও ফুটবলারের স্বপ্ন থাকে কলকাতায় খেলার। আর মোহনবাগান তো দেশের সেরা ফুটবল ক্লাব। জুয়ান ফেরান্দোর মতো সফল কোচ রয়েছেন পরামর্শ দেওয়ার জন্য।’’ আশিস বলেছেন, ‘‘কলকাতায় খেলার স্বপ্ন বহুদিন ধরেই ছিল, তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছি। মোহনবাগানকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য।’’

এদিকে, সোমবার থেকে যুব দল গঠনের জন্য যুবভারতীর মাঠে মোহনবাগানের ট্রায়াল শুরু হয়। ট্রায়াল ঘিরে উৎসাহীদের জনজোয়ার দেখা যায়। প্রায় পাঁচ হাজার ফুটবলারের সমাগম হয়। উঠতি ফুটবলারদের উৎসাহ দেখে ট্রায়ালের দিন বাড়ানো হচ্ছে।

Latest article