খেলা

যুব দলের ট্রায়ালে জনজোয়ার, মোহনবাগানে সই দুই তরুণ তুর্কির

প্রতিবেদন : ২০২২-’২৩ মরশুমে মোহনবাগানের শক্তি আরও বাড়ল। দেশের অন্যতম দুই সেরা ফুটবলার আশিক কুরুনিয়ন ও আশিস রাইকে (Ashique Kuruniyan- Ashish Rai) পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করল মোহনবাগান (ATK Mohun Bagan)। দু’জনেই সাইড ব্যাক এবং উইং, দুই পজিশনেই খেলেন। কলকাতায় সদ্য সমাপ্ত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচেই ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন দু’জনে। আশিক ছিলেন বেঙ্গালুরু এফসি-তে। আর আশিস ছিলেন গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এফসি-র সদস্য। দুই তরুণই ভারতীয় জুনিয়র এবং সিনিয়র দলের হয়ে বহু ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন: চুক্তিপত্রের অপেক্ষায় ক্লাব, ইস্টবেঙ্গল সচিবকে চিঠি ক্ষুব্ধ প্রাক্তনদের

আশিক ও আশিস (Ashique Kuruniyan- Ashish Rai) সবুজ-মেরুনে সই করার পর সম্প্রতি ময়দানে মোহনবাগান তাঁবুতে গিয়ে মাঠ, জিম ঘুরে দেখেছেন। যুবভারতীতে অনুশীলনের মাঠ দেখেও খুশি দুই ফুটবলার। সোমবার দু’জনের নাম সরকারিভাবে ঘোষণা করল ক্লাব। আশিক বলেছেন, ‘‘ইউরোপে জুনিয়র স্তরে খেলার অভিজ্ঞতা আছে আমার। কলকাতার পরিকাঠামোও দেখলাম ভাল। যে কোনও ফুটবলারের স্বপ্ন থাকে কলকাতায় খেলার। আর মোহনবাগান তো দেশের সেরা ফুটবল ক্লাব। জুয়ান ফেরান্দোর মতো সফল কোচ রয়েছেন পরামর্শ দেওয়ার জন্য।’’ আশিস বলেছেন, ‘‘কলকাতায় খেলার স্বপ্ন বহুদিন ধরেই ছিল, তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছি। মোহনবাগানকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য।’’

এদিকে, সোমবার থেকে যুব দল গঠনের জন্য যুবভারতীর মাঠে মোহনবাগানের ট্রায়াল শুরু হয়। ট্রায়াল ঘিরে উৎসাহীদের জনজোয়ার দেখা যায়। প্রায় পাঁচ হাজার ফুটবলারের সমাগম হয়। উঠতি ফুটবলারদের উৎসাহ দেখে ট্রায়ালের দিন বাড়ানো হচ্ছে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

4 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago