পঞ্চায়েত ভোট (Panchayat election) শেষ হয়ে গেলেও অশান্তি ও হিংসার ঘটনার রেশ এখনও কাটেনি। শনিবার রাতে হাওড়া পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (Ex TMC Councilor) আক্রান্ত হলেন। রড, আগ্নেয়াস্ত্র দিয়ে ওই কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠেছে। মাথায় গুরুতর আঘাত নিয়ে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। আপাতত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত করেছে লিলুয়া থানার পুলিশ।
আরও পড়ুন-কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে এনডিআরএফ
পুলিশের তরফে জানা গিয়েছে, হাওড়া পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম দেবকিশোর পাঠক। শনিবার রাতে একটি জন্মদিনের পার্টি সেরে দাদার সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ করেই একদল দুষ্কৃতী তাঁর উপর আক্রমণ চালায়।কাউন্সিলরকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। সেদিন রাতেই লিলুয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুন-সঙ্কটে মণিপুরের আইনশৃঙ্খলা, ১৮ বছর বয়সী গণধর্ষণের শিকার, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস
এই বিষয়ে, দেবকিশোরবাবু জানান, শনিবার রাতে লিলুয়ায় ধর্মেন্দ্র নামে এক ব্যক্তির ৫০ বছরের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি ও তাঁর দাদা। রাতে ২ জনে একটি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ করেই লিলুয়া ব্রিজের পশ্চিমে ৪০০ মিটার দূরে দুই দুষ্কৃতী তাঁদের পথ আটকে কিছু বুঝে ওঠার আগেই রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। মাথায় ও শরীরের বেশ কিছু জায়গায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে। দুষ্কৃতীরা পলাতক।