ম্যাঞ্চেস্টার, ১৯ জুলাই : ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিনেই জোড়া হাফ সেঞ্চুরি হাঁকালেন মার্নাস লাবুশানে ও মিচেল স্টার্ক। তবুও অস্বস্তিতে অস্ট্রেলিয়া। দিনের শেষে তাদের রান ৮ উইকেটে ২৯৯।
দিনটা বরং স্মরণীয় হয়ে রইল স্টুয়ার্ট ব্রডের জন্য। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট দখল করলেন তিনি। কেরিয়ারের ১৬৬তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন ইংরেজ পেসার। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন অনিল কুম্বলে, জিমি অ্যান্ডারসন, শ্যেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীধরন।
আরও পড়ুন-লজ্জা! ছিঃ বিজেপি
টস হেরে ব্যাট করতে নেমে, শুরুতেই ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে মাত্র ১৫ রান যোগ হতেই আউট উসমান খোয়াজা। মাত্র ৩ রান করে ব্রডের বিরুদ্ধে লেগ বিফোর উইকেট হন তিনি। চলতি অ্যাসেজে অফ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের সামনে সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু ৩২ রান করে ক্রিস ওকসের বলে খোঁচা মেরে নিজের উইকেট উপহার দিয়ে আসেন ওয়ার্নার।
আরও পড়ুন-দিনের কবিতা
দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ এবং লাবুশানে। বিশেষ করে স্মিথ দারুণ ব্যাট করছিলেন। কিন্তু ৪১ রান করে তিনিও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। অন্যদিকে, ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরেই লাবুশানে (৫১) আউট হয়ে যান। অফস্পিনার মইন আলির বলের ফ্লাইট বুঝতে না পেরে লেগ বিফোর উইকেট হন তিনি।
আরও পড়ুন-আজ শুরু সংসদ, নতুন উদ্যম নিয়ে বিজেপির বিরুদ্ধে নেমে পড়ছে ইন্ডিয়া
এরপর অস্ট্রেলিয়াকে টানছিলেন ট্র্যাভিস হেড। কিন্তু টি-এর পর খেলা শুরু হতেই না হতেই তাঁকে (৪৮) আউট করে ৬০০তম টেস্ট উইকেট দখল করেন ব্রড। মার্শ অবশ্য ক্রিজে এসেই চালিয়ে খেলছিলেন। কিন্তু তিনিও ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। একে একে আউট হন ক্যামেরন গ্রিন (১৬) ও আলেক্স ক্যারি (২০)। দিনের শেষে মিচেল স্টার্ক (অপরাজিত ২৩) ও প্যাট কামিন্স (অপরাজিত ১) ক্রিজে রয়েছেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ওকস ৪ উইকেট দখল করেন। ব্রডের ঝুলিতে ২ উইকেট।