আজ শুরু সংসদ, নতুন উদ্যম নিয়ে বিজেপির বিরুদ্ধে নেমে পড়ছে ইন্ডিয়া

ফলে সেটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল তথা অন্যান্য বিরোধী দলগুলি। ফলে বাদল অধিবেশন শুরুর আগে আরও চাঙ্গা বিরোধী জোট।

Must read

নয়াদিল্লি : আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিন থেকেই মণিপুর সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে একজোট হয়ে কোমর বেঁধে নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

আরও পড়ুন-অন্ধপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্রাব

সংসদ শুরুর দিনেই বৃহস্পতিবার সকাল ১০টায় সাংসদ মল্লিকার্জুন খাড়গের ডাকা সমমনোভাবাপন্ন দলগুলির বৈঠকে উপস্থিত থাকবে তৃণমূল কংগ্রেসও। বেঙ্গালুরুর সফল বৈঠকের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংসদে ইন্ডিয়ার প্রথম বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। বুধবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলিকে বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠান। পাটনা এবং বেঙ্গালুরুর পর সংসদের বৈঠকই ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক।

আরও পড়ুন-ফের ব্যর্থ সিন্ধু, এগোলেন প্রণয়

ফলে সেটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল তথা অন্যান্য বিরোধী দলগুলি। ফলে বাদল অধিবেশন শুরুর আগে আরও চাঙ্গা বিরোধী জোট। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিচ্ছি। মণিপুর ইস্যুতে মোদি সরকারকে জবাবদিহি করতেই হবে। এছাড়া বিভিন্ন ইস্যুতে সংসদ অচল করতে চাইছে বিজেপি। আমাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন কি বাত ছেড়ে এবার মণিপুর কি বাত বলুন।

আরও পড়ুন-জেমাইমার দাপটে ভারতের বড় জয়

২০২৪ লোকসভা নির্বাচনের ময়দান যে খুব একটা সহজ হবে না বিজেপির জন্য তার আগাম আভাস পাওয়া যাচ্ছে রাজধানীতে। এবারের বাদল অধিবেশনে মণিপুর, রেল সুরক্ষা, আদানিদের শেয়ার জালিয়াতি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, দলিত নিগ্রহ, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ একাধিক বিষয় নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ।

আরও পড়ুন-একুশের প্রস্তুতি নিয়ে সমন্বয় বৈঠক

সংসদের নতুন ভবনে বসতে চলা বাদল অধিবেশনে মোট ১৭টি কার্যদিবস থাকবে। লোকসভা সচিবালয়ের তরফে জানা গিয়েছে, এবারের অধিবেশনে ৩২টি বিল আলোচনার জন্য উঠবে। আগামী ১১ অগাস্ট পর্যন্ত অধিবেশন চলবে।

Latest article