ফের ব্যর্থ সিন্ধু, এগোলেন প্রণয়

Must read

ইয়েওসু, ১৯ জুলাই : পিভি সিন্ধুর দুঃসময় অব্যাহত। কোরিয়া ওপেনের (Korea Open- PV Sindhu) প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার। বুধবার সিন্ধু কোর্টে নেমেছিলেন চিনা তাইপের পাই ইয়ু পো-র বিরুদ্ধে। তিন গেমের লড়াইয়ের পর, বিশ্বের ২২ নম্বর খেলোয়াড় পো-র কাছে ১৮-২১, ২১-১০, ১৩-২১ ব্যবধানে।
এই নিয়ে চলতি বছরে ১৩টি টুর্নামেন্টের মধ্যে ছ’টিতেই প্রথম রাউন্ডে হারলেন সিন্ধু। দীর্ঘদিন কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পারেননি। যার জেরে বিশ্ব ব্যাডমিন্টন র‍্যা ঙ্কিংয়ে মেয়েদের সিঙ্গলসে পাঁচ ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গিয়েছিলেন। সিন্ধুর এই খারাপ ফর্ম কোরিয়া ওপেনেও (Korea Open- PV Sindhu) বজায় রইল। এদিন ছেলেদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্তও। তিনি ২১-১২, ২২-২৪, ১৭-২১ গেমে হেরে যান জাপানের কেন্টো মোমোতার কাছে।
তবে সিন্ধুদের ব্যর্থতার দিনে জয় পেয়েছেন এইচ এস প্রণয় (H S Pranay) এবং প্রিয়াংশু রাজাবত (Priyanshu Rajawat)। প্রণয় ২১-১৩, ২১-১৭ গেমে হারিয়েছেন বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগিকে। অন্যদিকে প্রিয়াংশু কোরিয়ান প্রতিদ্বন্দ্বী চোই জি হুনকে ২১-১৫, ২১-১৯ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

আরও পড়ুন- জেমাইমার দাপটে ভারতের বড় জয়

Latest article