ভিসা ছাড়া ৫৭টি দেশে প্রবেশ করতে পারবে ভারতীয়রা

Must read

প্রতিবেদন: প্রকাশিত হল হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকা। এবারের তালিকায় আরও পাঁচ ধাপ উপরে উঠে ভারত ৮০ নম্বরে ঠাঁই পেয়েছে। এরফলে আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট। এখন থেকে ভিসা (visa-free) ছাড়াই ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা। এর আগে ২০২২ সালে প্রকাশিত তালিকায় ভারত ছিল ৮৫ নম্বরে। ভারতের (India) সঙ্গে তালিকার একই জায়গায় রয়েছে সেনেগাল এবং টোগো। ভারতীয় পাসপোর্ট থাকলে বেশ কয়েকটি দেশের ভিসা ছাড়াই যাতায়াত করা যায়। আবার বেশ কয়েকটি দেশে রয়েছে ভিসা (visa-free) অন অ্যারাইভালের ব্যবস্থা। এই সমস্ত দেশগুলির মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রোয়ান্ডা প্রভৃতি। তবে এখনও আরও ১৭৭টি দেশে প্রবেশের জন্য ভিসা বাধ্যতামূলক ভারতীয় পাসপোর্টধারীদের। ওই সমস্ত দেশের মধ্যে রয়েছে চিন, জাপান, আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি। এবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। শেষ পাঁচ বছর এই তালিকার শীর্ষে ছিল জাপান। তবে এবার তারা অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের সঙ্গে তিন নম্বরে আছে। জার্মানি, ইতালি ও স্পেন যুগ্মভাবে আছে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন- অন্ধপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্রাব

Latest article