নিজ্জর হত্যাকাণ্ড: কানাডার পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া

Must read

প্রতিবেদন : খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর (Hardeep singh nijjar) হত্যাকাণ্ডে কানাডা সরকারের পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ ছিল, ভারত সরকারের এজেন্ট নিজ্জর (Hardeep singh nijjar) খুনে দায়ী। তাঁর অভিযোগের একমাস পর অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান বলেছেন, কানাডার দাবির বিরোধিতা করার কোনও কারণ নেই।
ক্যালিফোর্নিয়ায় অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের পরিচালক মাইক বার্গেস জানান, খালিস্তানি নেতা হত্যাকাণ্ডে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ কানাডা এনেছে তার বিরোধিতা করার কোনও কারণ নেই। পাশাপাশি অস্ট্রেলিয়া ভারতীয় এজেন্টদের জন্য পরবর্তী লক্ষ্য হতে পারে কি না জানতে চাওয়া হলে, বার্গেস বলেন, ‘‘এটা এখানে ঘটবে কি না, আমি প্রকাশ্যে এমনটা অনুমান করব না। আমি মনে করি না এটা সঠিক। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, যদি আমরা দেখতে পাই যে অন্য দেশের সরকার আমাদের দেশে হস্তক্ষেপ করছে, বা আমাদের দেশে হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে, আমরা তাদের কঠোরভাবে মোকাবিলা করব।’’

আরও পড়ুন-হামাসের হাতে গেলেই বন্ধ হবে ত্রাণসাহায্য, শর্ত আরোপ করল মিশর 

Latest article