কাল শুরু টুর্নামেন্ট, ট্রফি জিতলে ১৭ কোটি

জকোকেই ফের চ্যাম্পিয়ন দেখছে অস্ট্রেলিয়ান ওপেন

Must read

মেলবোর্ন: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) শুরু হচ্ছে রবিবার ১৪ জানুয়ারি। নোভাক জকোভিচ, আরিনা সাবালেঙ্কাদের দিকে নজর থাকবে প্রতিযোগিতায়। অস্ট্রেলিয়ান ওপেনের পুরস্কারমূল্য বেশ নজরকাড়া। গত বছরের তুলনায় এই বছর টুর্নামেন্টের (Australian Open) পুরস্কারমূল্য বেড়েছে ১৩ শতাংশ। এই বছর মেলবোর্ন পার্কে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি আর্থিক পুরস্কার হিসেবে পাবেন ৩.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭.৬০ কোটি টাকা।
প্রথম রাউন্ডে বিদায় নিলেও টেনিস তারকাদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। সেমিফাইনালে যাঁরা খেলবেন তাঁরা পাবেন ৫.৫৩ কোটি টাকা করে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেখা যাবে না রাফায়েল নাদালকে। চোট সারিয়ে নতুন বছরের শুরুতে ব্রিসবেন ওপেনে ফিরলেও ফের চোট পেয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।
টুর্নামেন্টে শীর্ষবাছাই হিসেবে মেলবোর্নে নামবেন জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকার কাছে সুযোগ ১১ বার মেলবোর্ন পার্কে খেতাব জিতে নিজের রেকর্ড উন্নত করা। প্রথম রাউন্ডে বেশ সহজ প্রতিপক্ষই পাচ্ছেন জোকার। অস্ট্রেলীয় তারকা নিক কিরগিওস নোভাকের প্রতিপক্ষদের বার্তা দিয়ে বলেছেন, ‘‘তোমরা বাড়ি ফেরার টিকিট এখনই বুক করে ফেল। চ্যাম্পিয়ন হবে নোভাকই।’’ নজর থাকবে নাদালের দেশের তরুণ তারকা কার্লোস আলকারেজের দিকেও। শুক্রবার মেলবোর্নে নরওয়ের ক্যাসপার রুডের বিরুদ্ধে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেন আলকারেজ। অন্যদিকে, মেয়েদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কার কাছে খেতাব ধরে রাখার পরীক্ষা।

আরও পড়ুন- হুথি জঙ্গিদের উপর আমেরিকা-ব্রিটেনের ক্ষেপণাস্ত্র হানা, হত ৫

Latest article