এজবাস্টন, ২০ জুন : তুমুল উত্তেজনার মধ্যে এজবাস্টন টেস্ট ২ উইকেটে জিতে নিল অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে ম্যাচ পেন্ডুলামের মতোই দুলল। শেষ পর্যন্ত অবশ্য ইংল্যান্ডের মুঠো থেকে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক অধিনায়ক প্যাট কামিন্স। নাথান লিয়নকে সঙ্গে নিয়ে অসমাপ্ত নবম উইকেটে ৫৫ রান যোগ করে দলকে নাটকীয় জয় উপহার দিলেন তিনি। শেষ পর্যন্ত কামিন্স ৪৪ রানে ও লিয়ন ১৬ রানে নট আউট থেকে যান। ৮ উইকেটে ২৮২ রান তুলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-সোমবার রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
বৃষ্টির জন্য খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ঘণ্টা তিনেক পর। নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডকে (২০) আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ট্র্যাভিস হেডও খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি ১৬ রান করে মইন আলির বলে স্লিপে জো রুটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে লড়ে যাচ্ছিলেন খোয়াজা। ক্যামেরন গ্রিনকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই জুটি ভেঙে দেন ওলি রবিনসন। এর পর খোয়াজা ৬৫ রান করে স্টোকসের শিকার হলে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই চাপ আরও বেড়ে যায় আলেক্স ক্যারি ২০ রান করে আউট হলে। তবে অনেক চেষ্টা করেও কামিন্স-লিয়ন জুটি ভাঙতে পারেননি ইংরেজ বোলাররা।