বাবা-মায়ের সঙ্গেই দিল্লি যাবে কিশোর বিজ্ঞানী অভিজ্ঞান

Must read

সংবাদদাতা, হুগলি : দিল্লির কুচকাওয়াজে বিশিষ্ট অতিথির স্বীকৃতি নিশ্চিত হল কিশোর বিজ্ঞানী অভিজ্ঞানের (Avigyan Kishor Das)। বউ বা একা নয়, বাবা-মায়ের সঙ্গে ২৫ জানুয়ারি দিল্লির উদ্দেশ্যে বিমানে চড়বে ১৬ বছরের এই কিশোর। চুঁচুড়ার এই খুদে বিজ্ঞানীর ইচ্ছের কাছে মাথা নত করল ভারত সরকার!
সম্প্রতি হুগলি কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাসকে (Avigyan Kishor Das) কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রিত হলেও আজব এক কারণের জন্য সাধারণতন্ত্র দিবসের দিল্লির কুচকাওয়াজে অভিজ্ঞানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। ১৬ বছরের এই কিশোরকে শর্ত দেওয়া হয়েছিল সস্ত্রীক আসতে হবে। জবাবে অভিজ্ঞান জানায়, বাবা-মা অথবা তাঁদের একজনকে সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হোক। খবরটির প্রচারিত হওয়ার পর সমস্ত মহলে নিন্দা ও বিদ্রুপের ঝড় ওঠে। দিল্লির একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের বাঙালি আধিকারিকদের মধ্যেও হতাশা ও ক্ষোভ দেখা যায়। উপযুক্ত প্রতিবাদ জানান অনেকে। এরপরেই নড়েচড়ে বসে দিল্লি। শেষে মাথা নত করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই অভিজ্ঞানকে ফোন করে অভিভাবক-সহ দিল্লি যাওয়ার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। কুচকাওয়াজের পর মন্ত্রীদের সঙ্গে চা-চক্র ও দিল্লি শহর ঘুরে দেখানোরও ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-জোট : তৃণমূলনেত্রীর বক্তব্যই সমর্থন আপের

Latest article