মুখ্যমন্ত্রীর সফর ঘিরে টগবগে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া দিদির সঙ্গেই

জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কোনও জায়গাতেই যাতে বিভেদকামী শক্তি মানুষকে ভুল বোঝাতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর কর্মিসভায় যোগ দিতে মুখিয়ে আছে অযোধ্যা পাহাড় এবং পাহাড়তলি। বুধবার অযোধ্যা পাহাড়তলির একদা মাও উপদ্রুত আড়শা ব্লকের প্রস্তুতিসভায় মানুষের ভিড় সেই বার্তাই দিল। শান্তির পরিবেশ অটুট রাখতে দিদিই একমাত্র বল-ভরসা তাঁদের। তাই সকলেই চান দিদির কর্মিসভায় হাজির থাকতে। আড়শা ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল কুমার জেলা আইএনটিটিইউসি সভাপতিও। প্রস্তুতিসভা তিনিই পরিচালনা করেন।

আরও পড়ুন-হাসপাতালে ওষুধে নজর

ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত, জেলার প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু, জেলা যুব সভাপতি মেঘদূত মাহাত, বিধায়ক সুশান্ত মাহাত, অন্যতম নেতা সুষেণ মাঝি প্রমুখ। উজ্জ্বল বলেন, বাম জমানায় উপেক্ষিত এই এলাকায় দিদির সরকার যে উন্নয়ন করেছে, তার ধারা অব্যাহত রাখতে দলকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। আমরা কেউ নেতা নই, সকলেই কর্মী। সবাই একসঙ্গে থাকতে হবে। কেন কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে তা ব্যাখ্যা করেন বিধায়ক সুশান্ত মাহাত। মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, দিদিকে দেখিয়ে দিতে হবে পুরুলিয়ায় কর্মীরা ঐক্যবদ্ধ। আমরা দিদির সৈনিক, দিদির সঙ্গে আছি। গত বিধানসভা নির্বাচনের ভুল পুরুলিয়ার মানুষ আর করবে না। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কোনও জায়গাতেই যাতে বিভেদকামী শক্তি মানুষকে ভুল বোঝাতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে

Latest article