কোহলিকে টপকে যেতে পারে বাবর: ইমরান

Must read

লাহোর, ১৪ জুন : বিরাট কোহলি না বাবর আজম। দুই তারকার মধ্যে সেরা কে? এই বিতর্কে এবার ঢুকে পড়লেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ইমরান খান (Imran khan- Babar azam)। দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন খুব বেশি ক্রিকেট দেখার সুযোগ হয়নি। তবে এখন রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও ক্রিকেটের খোঁজখবর নেন। তার মধ্যেই ইমরান জানিয়ে দিলেন, তিনি বিরাট ও বাবর দু’জনের ভক্ত। তবে বাবরের যা প্রতিভা তাতে কোহলিকে সহজেই ছাপিয়ে যেতে পারেন।
এক বছর আগেও বিরাটের ব্যাটে ছিল সেঞ্চুরির খরা। রান পাচ্ছিলেন না। কিন্তু ছন্দে ফিরে গত কয়েক মাসে তিন ফরম্যাটেই রান করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অন্যদিকে, বাবরও পাক ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। ইমরান (Imran khan- Babar azam) বলেছেন, ‘‘আমি সম্প্রতি ক্রিকেট খুব একটা দেখিনি। কিন্তু বিশ্বাস করি, বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজমের মান একই। বাবর কিন্তু ছাপিয়ে যেতে পারে বিরাটকে। আমি অন্তত বাবরের মধ্যে সেই প্রতিভা দেখেছি।’’ পরিসংখ্যানের দিক থেকে পাক ব্যাটার অবশ্য বিরাটের থেকে অনেকটাই পিছিয়ে। কোহলি যেখানে ৭৫ সেঞ্চুরি-সহ ৪৯৭ ম্যাচে ২৫,৩২২ আন্তর্জাতিক রান করেছেন। সেখানে ভারতীয় ব্যাটারের থেকে ছ’বছরের ছোট বাবরের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৩০। রান ১২,২৭০।

আরও পড়ুন- কঠিন সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের: শাস্ত্রী

Latest article