কঠিন সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের: শাস্ত্রী

টেস্টের রোডম্যাপ হোক অস্ট্রেলিয়াকে দেখে

Must read

মুম্বই, ১৪ জুন : টেস্টে সাফল্য পেতে অস্ট্রেলিয়ার রাস্তাতেই এগোতে হবে। ওভাল টেস্ট ফাইনালে ভারতের শোচনীয় হারের পর এমনই নিদান রবি শাস্ত্রীর (Ravi Shastri)।
এক্ষেত্রে প্রাক্তন হেড কোচের বক্তব্য খুব স্পষ্ট। দল নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যতের রোডম্যাপ তৈরিতে অপেক্ষাকৃত সফল দলগুলির থেকে অনুপ্রেরণা নিতে হবে।
শাস্ত্রী বলেছেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বসে ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করতে হবে। আর এটা করার সময় অস্ট্রেলিয়ার থেকে বুঝতে হবে যে, তারা কীভাবে দীর্ঘদিন ধরে তারুণ্য ও অভিজ্ঞতাকে দলের মধ্যে মিশিয়েছে।

শাস্ত্রী (Ravi Shastri) যখন এসব বলছেন, তার চার সপ্তাহের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেল শুরু হয়ে যাবে। ১২ জুলাই থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই টেস্টের সিরিজ শুরু হবে। অনেকের ধারণা, এই সিরিজ থেকেই ভারতীয় দলে ট্র্যানজিশন পর্ব শুরু হবে। কয়েকজন তরুণকে সফরে দেখে নেওয়া হতে পারে।
রোহিত-বিরাটদের প্রাক্তন হেড কোচের বক্তব্য হল, ‘‘দলে কীভাবে তারুণ্য ও অভিজ্ঞতাকে মেশানো যায়, সেটা টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের দেখতে হবে। অস্ট্রেলিয়া এই কাজটা অনেক বছর ধরে ভাল করছে। ওরা পরের তিন বছরের ছবিটা আগে দেখে নেয়। ওরা একসঙ্গে পাঁচজন প্লেয়ার বেরিয়ে গেল, এভাবে ব্যাপারটা দেখতে চায় না।” সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারকে দলে রেখে পাশাপাশি ক্যামেরুন গ্রিন, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেডের মতো ব্যাটারকে তুলে এনেছে।
স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেছেন, দলের স্বার্থে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। ‘‘অস্ট্রেলিয়া নিয়মিতভাবে নতুন মুখ তুলে আনছে। ফলে ওদের দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল চলতেই থাকে। এতে তরুণরা খুব তাড়াতাড়ি সিনিয়রদের থেকে শেখার সুযোগ পায়। এখানেও তেমন করতে হবে। কয়েকজনের ভাল নাও লাগতে পারে, কিন্তু দলের স্বার্থে এটা দরকার।”

আরও পড়ুন- বার্সেলোনার স্বীকৃতির দিনেই ইস্টবেঙ্গলে নিশু

Latest article