আসানসোলে মানুষের মাঝে বাবুল

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : আগেই পদত্যাগ করেছেন। কিন্তু তিনি ভুলে যাননি তাঁর লোকসভা কেন্দ্রকে। আবার ফিরে গেলেন সেখানে। একই রকম উষ্ণতা নিয়ে তাঁকে স্বাগত জানালেন আসানসোলের মানুষ। বুধবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক মন্তব্য সম্পর্কে বক্রোক্তি করে আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় বললেন, ‘উনি তো বিনোদনকারী। ওঁর কথায় বিস্তর আমোদ পায় বাংলার মানুষ। তা নিয়ে মন্তব্যের প্রয়োজন পড়ে না।’ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এই প্রথম তিনি তাঁর লোকসভা ক্ষেত্রে এলেন। জুবিলি মোড় থেকে কনভয় ছেড়ে বারাবনির পাঁচগাছিয়া তৃণমূল ভবন পর্যন্ত মোটরবাইক চালিয়ে যান।

আরও পড়ুন : হেমতাবাদে আতঙ্ক তাড়া করে ফিরছে চাষিদের

সেখানে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায় প্রমুখ তাঁকে স্বাগত জানান। আসানসোল ও দুর্গাপুর নগর নিগমের নির্বাচন ছাড়াও লোকসভা উপনির্বাচন নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা হয় বাবুলের। বুধবার সকাল থেকেই বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা তাণ্ডব শুরু করে শিল্পনগরীর বিভিন্ন এলাকায়। সাম্প্রদায়িক উসকানিমূলক ভাষণ দেন দিলীপ ও আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাতেই দিলীপের সমালোচনা করেন বাবুল।আসানসোলে মানুষের মাঝে বাবুল অগ্নিমিত্রার ট্যুইট প্রসঙ্গে বাবুলের প্রতিক্রিয়া, ‘ত্রিপুরায় থানার ভিতরে ঢুকে বিরোধী নেতা-কর্মীদের মাথা ফাটিয়ে দিচ্ছে বিজেপির হার্মাদরা। এখানে আইনশৃঙ্খলা নিয়ে গলা ফাটাচ্ছেন! বৈঠকে ছিলেন অভিজিৎ ঘটক, মিনতি হাজরা, মৃগেন্দ্রনাথ পাল প্রমুখ।

Latest article