তেলের দামের প্রতিবাদ , মোটরবাইক ছেড়ে ঘোড়ায়

Must read

সুমন করাতি, হুগলি : আকাশছোঁয়া তেলের দাম। শখের মোটরবাইকে প্রতিদিন পেট্রোল ভরতে গাদা খরচ। তার ওপর তেল পোড়ানো মানে পরিবেশদূষণ। এই দুই কারণে ঘোড়াই কিনে ফেলেছেন এক যুবক। অলোককুমার রায়। ঘোড়ায় চেপে প্রয়োজনীয় কাজকর্ম সারছেন। নব প্রজন্মের অনেককে অশ্বারোহী করে তুলতে সাহায্যও করছেন। ঘোড়সওয়ার অলোকের বাড়ি চুঁচুড়ার ব্যান্ডেল বলাগড় রোডে। প্রাক্তন ভারতীয় সেনাকর্মী দীপককুমার রায় ও গৃহবধূ মিনতি রায়ের পুত্র। বছর ২৯-এর অলোক বছর আটেক ছিলেন সৌদি আরবে। হেভি ইক্যুইপমেন্ট অপারেটর হিসাবে কাজ করতেন। সেখানে গিয়েই ঘোড়াপ্রীতি। ২০২০-র করোনাকালে দেশে ফেরেন।

আরও পড়ুন : আসানসোলে মানুষের মাঝে বাবুল

অলোকের একাধিক নামীদামি মোটরবাইক রয়েছে। তেলের দাম বাড়তেই মোটরবাইক ছেড়ে ঘোড়া ধরা। জন্মাষ্টমীর দিন কলকাতার হেস্টিংস থেকে ২ লক্ষ ২০ হাজার টাকায় কাটিয়াওয়ারা প্রজাতির একটি পুরুষ ঘোড়া কেনেন। নাম দেন রাজু। চলতি মাসের কালীপুজোর দিন কেনেন আরেকটি। টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে ব্যান্ডেল চষছেন। অনেকে তালিম নিতে আসছেন। বললেন, ইচ্ছা আছে ব্যান্ডেলে একটি হর্স রাইডিং ক্লাব খুলব।

Latest article