ভারত টেস্টে একটু এগিয়ে, মেনে নিলেন জেমিসন

Must read

কানপুর, ২৫ নভেম্বর : গ্রিন পার্কের স্পিন সহায়ক পিচে বল হাতে আগুন ঝরালেন কাইল জেমিসন। দুই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শুভমান গিলের পর অজিঙ্ক রাহানের উইকেটও ঝুলিতে পুরেছেন ডানহাতি কিউয়ি পেসার। যদিও সেই ধাক্কা সামলে দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৫৮।

আরও পড়ুন : তেলের দামের প্রতিবাদ , মোটরবাইক ছেড়ে ঘোড়ায়

জেমিসন নিজেও স্বীকার করছেন, এই মুহূর্তে ভারত কিছুটা এগিয়ে রয়েছে। পাশাপাশি তিনি আশাবাদী, শুক্রবার লাঞ্চের আগে শ্রেয়স আইয়ার-রবীন্দ্র জাদেজাকে প্যাভিলিয়নে ফেরাতে পারলেই, ম্যাচে ফিরবেন। প্রথম দিনের খেলার পর কিউয়ি পেসারের বক্তব্য, ‘‘আশা করি, কাল সকালে নতুন বল বাড়তি সুইং করবে। এই মুহূর্তে ভারতীয়রা সামান্য এগিয়ে রয়েছে। তবে কাল লাঞ্চের আগে কয়েকটা উইকট তুলতে পারলে, আমরা কিন্তু ম্যাচে ফিরে আসব। প্রথম দিনেই ওদের চার উইকেট ফেলে দেওয়াটা যথেষ্ট কৃতিত্বের।’’

গত কয়েকটা মাসে হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছেন। তাই কানপুর টেস্ট খেলতে নেমেই বল হাতে ছন্দে বোলিং করাটা তৃপ্তি দিচ্ছে জেমিসনকে। তিনি বলেন, ‘‘গত কয়েকটা মাসে খুব বেশি ক্রিকেট ম্যাচ খেলিনি। তবে এদিন শুরু থেকেই ছন্দে ছিলাম। তাই ভাল লাগছে। তবে হ্যাঁ, কয়েকটা নো বল করেছি। যদিও আমার ধারণা, উইকেট পেয়ে যাওয়ায় বাড়তি উৎসাহে বল করতে গিয়ে এটা ঘটেছে।’’
এদিকে, জেমিসনের মতো নিউজিল্যান্ড শিবিরও মনে করছে, কানপুর টেস্টে এখনও তারা লড়াইয়ে রয়েছে। তবে শর্ত একটাই, শুক্রবার ভারতের শেষ ছ’টি উইকেট দ্রুত তুলে নিতে হবে। কারণ কেন উইলিয়ামসনদের আশঙ্কা, ভারত যদি স্কোরবোর্ডে সাড়ে তিনশো বা চারশোর বেশির রান তুলে নেয়, তাহলে চাপে পড়তে হবে।

Latest article