সূর্যযান আদিত্যর অন্যতম কারিগর বাদুড়িয়ার জয়ন্ত

Must read

সংবাদদাতা, বাদুড়িয়া: শনিবার দুপুর ১১-৫০ মিনিটে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের দিকে রওনা দিয়েছে আদিত্য এল ওয়ান। সূর্যযানের এই সফল উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন বসিরহাট মহকুমার বাদুড়িয়া রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত পাল (Jayanta Paul)। ২০১৮ সালে ইসরোয় বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হন তিনি। এরপর ২০১৯-এ চন্দ্রযান ২-এর কারিগর হিসাবে ব্যর্থতার পরও অদম্য ইচ্ছাশক্তিতে সফলতা আসে সম্প্রতি চন্দ্রযান ৩ সফল অবতরণ করায়। সেই যাত্রার মতো সূর্যযানেরও মূল কারিগর জয়ন্ত। বাবা অর্ধেন্দু পাল ছোট ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্যেও ছেলের স্বপ্নপূরণ করেছেন। মা আলপনা ছোট থেকেই ছেলেকে শিক্ষায় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। চন্দ্রযানের সফল অবতরণের পর এবার সূর্যযানের পালা। ফলে স্বভাবতই গর্বিত পাল পরিবার। জনপ্রতিনিধি থেকে স্থানীয় গ্রামবাসী ফুল-মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পালবাড়িতে ভিড় জমাচ্ছেন। পুজোয় গ্রামের বাড়ি আসছেন জয়ন্ত (Jayanta Paul)। তার আগে সূর্যযান মিশনের সাফল্য কামনার পাশাপাশি গ্রামের ছেলেরও সাফল্য চান গর্বিত রামচন্দ্রপুর।

আরও পড়ুন- এক দেশ, এক ভোট: রাজনৈতিক লক্ষ্যপূরণে সংবিধান বদলের চেষ্টা

Latest article