জেট-প্রতিষ্ঠাতাকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজত দিল কোর্ট

ব্যাঙ্ক জালিয়াতি মামলা

Must read

প্রতিবেদন : জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালকে (Naresh Goyal) ৫৩৮ কোটি টাকার কানাড়া ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যায় ইডি। সেখানে প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা নাগাদ সেখানে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার নরেশ গয়ালকে বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হয়। মুম্বইয়ের আদালত জেটের প্রাক্তন শীর্ষকর্তাকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসে এই মামলার সঙ্গে সম্পর্কিত মুম্বই এবং দিল্লির আটটি স্থানে তল্লাশি করেছিল ইডি। গয়ালের (Naresh Goyal) বিরুদ্ধে ইডি’র এই মামলাটি কানাড়া ব্যাঙ্কে ঋণ জালিয়াতির অভিযোগে। জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেড ২০০৫ সাল থেকে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেন করেছে এবং কোম্পানির সমস্ত এক্সপোজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে ছিল। ব্যাঙ্কের ফরেনসিক অডিট রিপোর্টে গয়ালের বিরুদ্ধে বিপুল অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। মামলার তদন্ত করছে আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই-ও। সিবিআইয়ের মতে, গয়ালের বিরুদ্ধে তহবিল অপসারণ এবং অর্থ পাচারের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন- এক দেশ, এক ভোট: রাজনৈতিক লক্ষ্যপূরণে সংবিধান বদলের চেষ্টা

Latest article